ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে শতাধিক দুস্থ শিশুর জন্মদিন উদযাপন

প্রকাশিত: ০৫:৩৩, ২০ ডিসেম্বর ২০১৪

যশোরে শতাধিক দুস্থ শিশুর জন্মদিন  উদযাপন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বর্ণিল সাজে নেচে-গেয়ে হৈ-হুল্লোড় করে জন্মদিন উৎসব উদযাপন করেছে বস্তি ও ব্রোথেল এলাকার ঝুঁকিপূর্ণ পরিবারের শতাধিক শিশু। সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের সংগঠন কমিউনিটি ডেভেলপমেন্ট ফেডারেশনের (সিডিএফ) সহযোগিতায় শিশুবান্ধব কেন্দ্রে (সিএফএস) এ উৎসবে মেতে ওঠে তারা। শুক্রবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। শহরের পূর্ব বারান্দীপাড়া মেঠো পুকুরপাড় এলাকায় সিডিএফ ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ। শিশুদের সঙ্গে নিয়ে কেক কেটে তিনি এ উৎসবের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আহমেদ শাকিল, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, সিডিএফ যশোরের সমন্বয়কারী আশফাকুর রহমান মিহির, এলাকাবাসীর পক্ষে আলহাজ কেএম নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন চাইল্ড সেফটি নেট প্রজেক্টের সমন্বয়কারী মাইকেল মণ্ডল। সঞ্চালনা করেন চাইল্ড সেফটি নেট প্রজেক্টের কর্মকর্তা জাকিয়া সুলতানা। উপস্থিত ছিলেন সিএফএসের প্রশিক্ষক ইসরাত জাহান রিটা, শিউলী মির্জাসহ সকল শিশুর বাবা-মা। এ দিন চোপদারপাড়া ও হাটখোলা সিএফএস কেন্দ্রে একই উৎসব উদযাপন করা হয়।
×