ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুলি-ককটেল বিস্ফোরণ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ-শিবির ধাওয়া পাল্টাধাওয়া

প্রকাশিত: ০৫:৩২, ২০ ডিসেম্বর ২০১৪

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ-শিবির ধাওয়া পাল্টাধাওয়া

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৯ ডিসেম্বর ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগ-শিবির ধাওয়া পাল্টাধাওয়া, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করতে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক প্রথমবর্ষের ভর্তিপরীক্ষা চলাকালে কলেজে আধিপত্য বিস্তার ও ভর্তিচ্ছুদের শুভেচ্ছা জানানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্রে জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের নগরীর কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় শুক্রবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ সেশনে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তিপরীক্ষায় অংশগ্রহণের জন্য বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবক জড়ো হয়। এ সময় কলেজ ক্যাম্পাসের বাইরে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে ছাত্রলীগ ও ছাত্রশিবির কলেজ গেট এলাকায় অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগ ভর্তিচ্ছুদের অভিনন্দন জানিয়ে মিছিল বের করে এবং একই সময় ছাত্রশিবিরও একটি খ-মিছিল বের করলে উত্তেজনার সৃষ্টি হয়। এতে কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপর্যায়ে সকাল সোয়া ১০টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ও ৮-১০টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
×