ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতিসংঘে ফিলিস্তিনী খসড়া শান্তি প্রস্তাব উত্থাপন

প্রকাশিত: ০৫:১৭, ২০ ডিসেম্বর ২০১৪

জাতিসংঘে ফিলিস্তিনী খসড়া শান্তি প্রস্তাব উত্থাপন

ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির নির্ধারিত ফিলিস্তিনী সময়সীমা উল্লেখ করে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। জর্দান এ প্রস্তাব উত্থাপন করে। এতে এক বছরের মধ্যে ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তির কথা বলা হয়। এছাড়া ২০১৭ সালের শেষ নাগাদ ইসরাইলী দখলদারিত্বের অবসানের কথাও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। খবর এএফপি। জর্দান বলেছে, তারা প্রস্তাবের ওপর দ্রুতই ভোট আশা করছে না। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমর্থনের জন্য প্রস্তাবের ওপর আরও আলোচনার সুযোগ রয়েছে। ইসরাইলের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কায় যুক্তরাষ্ট্র এর আগের প্রস্তাবে ভেটো দিয়েছিল। প্রস্তাবে বলা হয়েছে কয়েকটি বিষয় মেনে আলোচনা করা উচিত। এর মধ্যে রয়েছে ১৯৬৭ সালের যুদ্ধপূর্ববর্তী সীমানার বিষয়টি, নিরাপত্তা চুক্তি এবং জেরুজালেমকে উভয় রাষ্ট্রের অভিন্ন রাজধানী করা। এতে বসতি স্থাপনসহ যে কোন ধরনের একতরফা এবং অবৈধ কর্মকা- থেকে বিরত থাকতে উভয়পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রস্তাব পাশের যে কোন প্রচেষ্টা প্রতিহত করার চেষ্টা করছেন। নেতানিয়াহু চাচ্ছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটবেঁধে তা প্রতিহত করতে।
×