ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রুনিও শিরোপা স্বপ্নে বিভোর

প্রকাশিত: ০৬:১৯, ১৯ ডিসেম্বর ২০১৪

রুনিও শিরোপা স্বপ্নে বিভোর

স্পোর্টস রিপোর্টার ॥ স্যার এ্যালেক্স ফার্গুসন বিদায় নেয়ার পর থেকেই ভরাডুবি শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের। তারকা এই কোচের ঘাটতি কিছুতেই পূরণ করতে পারছিল না দলটি। গত মৌসুমে নির্লজ্জ ব্যর্থতার পর এবারও শুরুটা হয় জঘন্য। তবে আশার কথা, ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বশেষ টানা ছয়টি ম্যাচ জিতে ভালমতোই নিজেদের আত্মবিশ্বাস ফিরিয়েছে রেড ডেভিলসরা। যে কারণে দলটি এখন শিরোপা স্বপ্ন বুনতে শুরু করেছে। সোমবার ম্যানইউ কোচ লুইস ভ্যান গালের আশাবাদের পর মঙ্গলবার অধিনায়ক ওয়েন রুনিও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন। সাক্ষাতকারে ইউনাইটেড অধিনায়ক রুনি বলেন, আমার ধারণা এবং বিশ্বাস করি আমাদের শিরোপা জয়ের সুযোগ আছে। বর্তমানে ইপিএলে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে ম্যানইউ। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট ভা-ারে তাদের। ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি ও ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। এ প্রসঙ্গে রুনি বলেন, আমরা আট পয়েন্ট পিছিয়ে আছি। তবে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ব্যবধান ঘোচানো সম্ভব এবং শিরোপাও জিততে পারি আমরা। ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, টানা জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আশা করছি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে দল। আত্মবিশ্বাসী রুনি আরও বলেন, দুই বছর আগে আমরা সর্বশেষ শিরোপা জিতেছি। এবার সবাই ট্রফি ফিরিয়ে আনতে মুখিয়ে আছে। এ জন্য আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। গত মৌসুমের নির্লজ্জ ব্যর্থতা ভুলতে এবার আটঘাট বেঁধে মিশন শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলে সে পথেই হাঁটছিল রেড ডেভিলসরা। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লীগের ২০১৪-১৫ মৌসুমের উদ্বোধনী ম্যাচে দুর্বল সোয়ানসি সিটির কাছে হেরে যাত্রা শুরু করে লুইস ভ্যান গালের দল। শিরোপা পুনরুদ্ধারের মিশনে শুরুটা বাজে হওয়ার সমালোচনায় জর্জরিত হন ম্যানইউর ফুটবলাররা। অনেকেই শঙ্কা প্রকাশ করে বলতে থাকেন, গত মৌসুমের মতোই হয়ত শিরোপাবঞ্চিত থাকতে হবে এবারও। কিন্তু ইউনাইটেডের নতুন অধিনায়ক ওয়েন রুনি গত আগস্টে বিশ্বাস রেখে বলেছিলেন, দল ঠিকই ঘুরে দাঁড়াবে। অবশেষে তাঁর কথাই সত্যি হতে চলেছে। ২০০৪ সাল থেকে ম্যানইউর হয়ে খেলা রুনি বলেছিলেন, আমরা মানুষকে ভুল প্রমাণ করতে চাই। জেতার পর্যায়ে এসে আমরা তা প্রমাণ করব। রেড ডেভিলসদের হয়ে এখন পর্যন্ত ৩১৯ ম্যাচ খেলে ১৬৪ গোল করা এই স্ট্রাইকার আরও বলেন, আমরা জানি গত মৌসুমে আমাদের ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। এটা মোটেও ভাল কিছু নয়। ম্যানইউ ভাল কিছু দেখাতে না পারলে, সে ঘটনা বড় হয়ে সামনে ধরা দেয়। এবার আমরা জয়ের ধারায় ফিরতে প্রস্তুত আছি। তারকা এই ফুটবলারের মতে ভাল করলে বাহবা পেতে হবে আর খারাপ করলে কথা শুনতে হবে, এটাই নিয়তি। এ প্রসঙ্গে রুনি বলেন, আমরা জানি যদি এবার ক্লাব ভাল কিছু করতে সফল হয় সবাই আপনাকে বাহবা দেবে। কিন্তু যদি এর উল্টোটা ঘটে, তবে তারা আপনাকে নিচে ফেলে দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছে।
×