ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক বছর নিষিদ্ধ সরিতা দেবী

প্রকাশিত: ০৬:১৫, ১৯ ডিসেম্বর ২০১৪

এক বছর নিষিদ্ধ সরিতা দেবী

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমসের পদক কেলেঙ্কারিতে নাম জড়ানোর কারণে লইশরাম সরিতা দেবী এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। বুধবার এআইবিএ জানিয়েছে, আগামী এক বছরের জন্য বিশ্বের কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না তিনি। শুধু তাই নয় এর জন্য তাকে এক হাজার সুইস ফ্রা জরিমানাও করা হয়েছে। চলতি বছরের অক্টোবর মাসে ইনচিওন এশিয়াডের সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার জি না পার্কের কাছে হেরে যাওয়ার পর বিতর্কিত রেফারিং নিয়ে তুমুল প্রতিবাদ জানিয়েছিলেন সরিতা দেবী। মঞ্চে ব্রোঞ্জ পদক নিতে প্রথমে অস্বীকার করেন তিনি। পরে অবশ্য পদক গ্রহণ করেন তিনি। আর তার এমন আচরণে মারাত্মকভাবে ক্রুব্ধ হয় এআইবিএ। এরপর সরিতা নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেন ভারতীয় এই বক্সার। কিন্তু তারপরও তাকে ক্ষমা করেননি। তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এমন ঘটনার কারণে শুধু সরিতা দেবীই নন। বিশ্ব বক্সিং সংস্থা সরিতার কোচ গুরবক্স সিংহ সান্ধু, ইগলেসিয়াস ফার্নান্ডেজ ও সাগরমাল দয়ালকে নিষিদ্ধ ঘোষণা করে। এছাড়া ইনচিওন এশিয়াডে ভারতের শেফ দ্য মিশন আদিল সুমারিওয়ালাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়। এআইবির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ সালের নবেম্বরের আগে আর কোন প্রতিযোগিতাতে অংশ নিতে পারবেন না সরিতা দেবী। তবে মহিলা অলিম্পিক কোয়ালিয়াফায়ার হিসেবে ২০১৬ সালে ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিকে অংশ নিতে পারবেন তিনি। সেবার ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর রিও ডি জেনিরিওতে অনুষ্ঠিত হবে অলিম্পিকের আসর। আর অলিম্পিকের মতো আসরে সুযোগ দেয়ার জন্য সন্তুষ্ট প্রকাশ করেছেন সরিতা। সেইসঙ্গে সেখানে নিজের সেরাটা ঢেলে দেয়ার কথাও জানিয়েছেন সরিতা দেবী। এ বিষয়ে সরিতা দেবী বলেন, ‘দেশের মানুষ আমাকে যে সমর্থন দিয়েছেন তাতে আমি খুবই আনন্দিত। অলিম্পিকের বাছাইয়ে অংশগ্রহণ করার জন্য আমাকে সুযোগ দেয়া হয়েছে। আমি চেষ্টা করব দেশের জন্য আমার সেরাটা দিতে।’ ভারতের প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে সরিতা দেবীও একজন। তিনি ভাল একটি পরিবার থেকেই এখানে এসেছেন। আর কঠোর অনুশীলনের মাধ্যমেই নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু ক্রীড়াজগতে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করায় অনেকে বিশেষজ্ঞই হতাশা প্রকাশ করেছেন।
×