ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৪৩ বছরের মধ্যে বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ রিজার্ভ

প্রকাশিত: ০৬:০৩, ১৯ ডিসেম্বর ২০১৪

৪৩ বছরের মধ্যে বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ রিজার্ভ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগের সব রেকর্ড ভেঙে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২২ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ৪৩ বছরের মধ্যে এটি সর্বোচ্চ রিজার্ভ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গবর্নর ড. আতিউর রহমান। গবর্নর জানান, রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও রফতানি আয় বৃদ্ধির কারণেই রিজার্ভের নতুন এ রেকর্ড হয়েছে। এর আগে দেশে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। গত ৫ বছরে দেশে রিজার্ভ বেড়েছে ৩ গুণ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিন শেষে নতুন উচ্চতায় পৌঁছে রিজার্ভ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্সে ট্রাস্ট ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে গবর্নর এ তথ্য জানান। ‘১০ টাকার হিসাবধারী ক্ষুদ্র/ প্রান্তিক/ভূমিহীন কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণ’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করে ট্রাস্ট ব্যাংকের এসএমই ও গ্রিন ব্যাংকিং বিভাগ। অনুষ্ঠানে গবর্নর বলেন, বর্তমানে মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে। মূল্যস্ফীতি কমে ৬ শতাংশে চলে এসেছে। আগে দিনের ব্যবধানে টাকার মানে বড় ধরনের ওঠা-নামা করতো। এখন এটি বন্ধ হয়েছে। টাকার মান স্থিতিশীল অবস্থায় রয়েছে। রাজনৈতিক পরিস্থিতি বর্তমানের মতো স্থিতিশীল থাকলে অর্থবছর (২০১৪Ñ১৫) শেষে বাংলাদেশ এশিয়া মহাদেশের প্রধান অর্থনৈতিক দেশ হবে। এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথম বারের মতো ২২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। আর চলতি বছরের ৫ নবেম্বর অতীতের সব রেকর্ড ভেঙে রিজার্ভ ২২ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছে। দশ টাকার হিসাবধারী কৃষকদের ঋণের বিষয়ে গবর্নর বলেন, আর্থিক সেবাবঞ্চিত তৃণমূলের জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক আর্থিক সেবাভুক্তির আওতায় আনার লক্ষ্যে দেশের কৃষক, গার্মেন্ট শ্রমিকসহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্যে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুষ্ঠানে ক্ষুদ্রঋণ সংস্থা ‘সজাগ’-এর পরিচালক আব্দুল মতিনের হাতে ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে ৩৮ কোটি ৫০ লাখ টাকা তুলে দেয়া হয়। আর তেঁতুলিয়ার কৃষক সমিতিকে দেয়া হয় দেড় কোটি টাকার চেক। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এস কে সুর চৌধুরী, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
×