ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে কিউবা ও যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৫৮, ১৯ ডিসেম্বর ২০১৪

কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে কিউবা ও যুক্তরাষ্ট্র

আমেরিকা ও এর কমিউনিস্ট প্রতিবেশী কিউবা ১৯৬১ সালের পর প্রথমবারের মতো কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে এবং তাদের দূতাবাসগুলো আবার খুলে দিতে একমত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো এভাবে দুই দেশের সম্পর্কে নতুন যুগের সূচনা করার ঘোষণা দিয়েছেন। খবর টেলিগ্রাফ, নিউইয়র্ক টাইমস ও বিবিসির। যুক্তরাষ্ট্র ঠা-া লড়াই যুগের বৈরিতার সর্বশেষ চিহ্ন মুছে দিয়ে কিউবার সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করবে। যুক্তরাষ্ট্র ৫০ বছরেরও বেশি সময়ের মধ্যে এ প্রথম হাভানায় একটি দূতাবাস খুলবে। প্রেসিডেন্ট বারাক ওবামা ওই মর্মে বুধবার নির্দেশ জারি করেছেন। এর আগে কিউবা এর ভূখ-ে পাঁচ বছর ধরে আটক এক আমেরিকান ঠিকাদারকে মুক্তি দেয়। ওবামা বলেন, কিউবাকে বিচ্ছিন্ন করে রাখাতে নীতি ব্যর্থ হয়েছে। তিনি অতীতের শৃঙ্খল ছিন্ন করা এবং ঠা-া লড়াইয়ের অন্যতম শেষ চিহ্নটুকু বিলীন করে দেয়ার সংকল্প ব্যক্ত করেন। দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার পরে কিউবান প্রেসিডেন্ট ক্যাস্ট্রো তার দেশের ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পাঁচ দশকের ওই নিষেধাজ্ঞা মানুষ ও অর্থনীতির প্রভূত ক্ষতিসাধন করেছে। কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ক্ষমতা কেবল কংগ্রেসেরই রয়েছে এবং অনেক রিপাবলিকান এখনও এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধী বলে সংবাদদাতারা জানান। ওবামা ও রাউল সম্পর্ক উন্নত করার লক্ষ্যে কয়েকটি পদক্ষেপ নিতে একমত হন। এগুলোর মধ্যে রয়েছে কিউবায় আটক মার্কিন ঠিকাদার এ্যালান গ্রেস এবং যুক্তরাষ্ট্রে আটক তিন কিউবানকে মুক্তিদান। ১৮ মাসের গোপন আলোচনা শেষে অকস্মাৎ ওই ঘোষণা দেয়া হয়। এ আলোচনার ফলে পোপ ফ্র্যাসিসের সহায়তাক্রমে বন্দী বিনিময়ে এক মতৈক্য হয়। ওবামা ও রাউল ক্যাস্ট্রোর টেলিফোন সংলাপের মধ্যদিয়ে এ আলোচনার সমাপ্তি ঘটে।
×