ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈশ্বরদী ইপিজেডে আয় বেড়েছে

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ ডিসেম্বর ২০১৪

ঈশ্বরদী ইপিজেডে আয় বেড়েছে

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী ॥ পাকশীতে অবস্থিত ঈশ্বরদী ইপিজেডের রফতানি আয় বেড়েছে। বিদায়ী ২০১৩-১৪ অর্থবছরে ৯৩ দশমিক ১৭ মিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের পণ্য ঈশ্বরদী ইপিজেড থেকে রফতানি হয়েছে। প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ৭৭ টাকা ধরে বাংলাদেশী মুদ্রায় এ রফতানি মূল্য দাঁড়ায় ৭১৭ কোটি ৪১ লাখ টাকা। এ ক্ষেত্রে ঈশ্বরদী ইপিজেডের রফতানিতে ৬৭ দশমিক ২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এর আগে ২০১২-১৩ অর্থবছরে ঈশ্বরদী ইপিজেডের মোট রফতানির পরিমাণ ছিল ৫৫ দশমিক ৭১ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ ছিল ৪২৮ কোটি ৯৭ লাখ টাকা। বেপজার প্রধান কার্যালয় সূত্রে এ সব তথ্য জানা গেছে। সূত্র মতে, দেশের আটটি ইপিজেডের মধ্যে গত অর্থবছরে রফতানিতে ষষ্ঠ অবস্থানে ছিল ঈশ্বরদী ইপিজেড। প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম ইপিজেড। সিইপিজেড সর্বোচ্চ বা এককভাবে রফতানি করেছে ২২৬ কোটি ডলার বা ১৭ হাজার ৮৫৪ কোটি টাকার সমমূল্যের পণ্য। আর সর্বনি¤œ তিন কোটি ৩২ ডলার বা ২৬২ কোটি টাকার সমমূল্যের পণ্য রফতানি করেছে নীলফামারী জেলায় অবস্থিত উওরা ইপিজেড। ঈশ্বরদী ইপিজেডে বর্তমানে চালু অবস্থায় রয়েছে ১৫টি শিল্প প্রতিষ্ঠান। চালুর প্রক্রিয়াধীন রয়েছে আরও ছয়টি প্রতিষ্ঠান। ২০১৩-১৪ অর্থবছরে ঈশ্বরদী ইপিজেডে দুটি নতুন শিল্প প্রতিষ্ঠান যুক্ত হয়েছে। একটি চীনা টেক্সটাইল অপরটি বাংলাদেশ গার্মেন্টস কোম্পানি। ঈশ্বরদী ইপিজেডে কর্মরত বাংলাদেশী শ্রমিক কর্মকর্তার সংখ্যা ৭ হাজার ১৯৪ জন। এছাড়া এখানে ৪৯ জন বিদেশী নাগরিক কর্মরত রয়েছেন। বর্তমানে দেশে আটটি ইপিজেড রয়েছে। এগুলো হলোÑচট্টগ্রাম ইপিজেড, কর্ণফুলী ইপিজেড, ঢাকা ইপিজেড, নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড, কুমিল্লা ইপিজেড, মংলা ইপিজেড, ঈশ্বরদী ইপিজেড ও নীলফামারীর উত্তরা ইপিজেড। বেপজা ১৯৯৮ সালে উত্তরবঙ্গের ঈশ্বরদীর পাকশীতে মনোরম পরিবেশে স্থান নির্বাচন করে প্রাথমিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। প্রায় ২৭১ একর জমি নিয়ে পদ্মা নদীর তীরবর্তী সুদৃশ্য প্রকৃতির সৌন্দর্যম-িত পরিবেশে ঈশ্বরদী ইপিজেডের যাত্রা শুরু করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩ জানুয়ারি ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে ঈশ্বরদী ইপিজেড উদ্বোধন করেন।
×