ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ থেকে হাওলা চার্জ থাকছে না

প্রকাশিত: ০৫:৫৫, ১৮ ডিসেম্বর ২০১৪

আজ থেকে হাওলা চার্জ থাকছে না

অর্থনৈতিক রিপোর্টার ॥ লেনদেনের নতুন সফটওয়্যার চালুর চতুর্থ দিনে চূড়ান্ত হয়েছে লাগা চার্জের পরিবর্তিত হার। তবে আজ থেকে আর হাওলা চার্জ থাকবে না ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বুধবার ডিএসইর পরিচালনা পর্ষদ ও ব্রোকারেজ এ্যাসোসিয়েশনের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, লাগা চার্জের নাম পরিবর্তন করে ট্রানজেকশন ফি করা হয়েছে। লাগা চার্জ আগের তুলনায় সামান্য বাড়ানো হয়েছে। আগে ডিএসইতে লাগা চার্জ ০.০২ ছিল। আজ থেকে এটি হবে ০.০৩। আর বন্ড মার্কেটের জন্য লেনদেন প্রতি চার্জ ধরা হয়েছে ৫০ টাকা।
×