ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিজেকে শেষ লামা ভাবছেন দালাইলামা

প্রকাশিত: ০৫:৫৪, ১৮ ডিসেম্বর ২০১৪

নিজেকে শেষ লামা ভাবছেন দালাইলামা

তিনিই টাইটেলধারী শেষ ‘দালাই লামা’ হতে পারেন বলে জানিয়েছে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামা। বিবিসির সঙ্গে এক সাক্ষাতকারে নিজের এ অনুভূতির কথা জানিয়েছেন তিনি, মঙ্গলবার জানিয়েছে বিবিসি। তবে তিনি বলেছেন, ‘একজন জনপ্রিয় দালাই লামা’র সময়েই কয়েক শতাব্দীর প্রাচীন এই ঐতিহ্য শেষ হলেই ভাল হবে।’ ১৯৫৯ সালে তিব্বতের একটি গণঅভ্যুত্থান ঠেকাতে চীনা সেনাবাহিনী হস্তক্ষেপ করলে ভারতে পালিয়ে যান বর্তমান দালাই লামা তেনজিং গিয়াতসো। সেই থেকে তিনি ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন। শান্তিতে নোবেলের এই বিজয়ীকে একজন ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে বিবেচনা করে চীন। যদিও এখন তিব্বতের স্বাধীনতার দাবি ছেড়ে স্বায়ত্তশাসনের দাবির মতো ‘মধ্যপন্থী পথ’ বেছে নিয়েছেন তিনি কিন্তু চীনা নীতির কোন পরিবর্তন হয়নি। বিবিসি’র নিউজনাইট অনুষ্ঠানকে দেয়া এক বিস্তারিত সাক্ষাতকারে ৭৯ বছর বয়সী এই আধ্যাত্মিক নেতা বলেছেন, তার কোন উত্তরাধিকার নাও থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। তারপরও নিজের মৃত্যুর পর তিব্বতে নতুন কোন দালাই লামা আসবে কিনা তা পরিস্থিতি ও তিব্বতের জনগণের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি। তবে দালাই লামার ভূমিকায় আগের মতো রাজনৈতিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে না বলে মনে করেন তিনি।
×