ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঘুমের মহামারী !

প্রকাশিত: ০৫:১০, ১৮ ডিসেম্বর ২০১৪

ঘুমের মহামারী !

ঘুমের মহামারী! বিষয়টি শুনে চমকে উঠছেন? চমকে ওঠার কিছুই নেই। কলেরা, প্লেগ রোগের মতো ‘ঘুম’ রোগও ছড়িয়ে পড়েছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের উত্তরাঞ্চলের প্রত্যন্ত গ্রাম কালাচিতে। ঘুম সবারই প্রিয়। কিন্তু সারাক্ষণই যদি ঘুম পায় তাহলে তাকে রোগই বলা যায়। এমনই রোগে আক্রান্ত গ্রামবাসী। এই রোগে চার বছর ধরে আক্রান্ত প্রায় ছয় শ’ মানুষ। জানা যায়, আক্রান্ত গ্রামবাসীরা একটানা বেশ কয়েকদিন ঘুমিয়ে কাটাচ্ছেন। আর জেগে থাকলে সারাক্ষণই ঝিমুচ্ছেন। কারও কারও অবস্থা এতই খারাপ যে, তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। এঁদের অনেকে কথাও বলতে পারছেন না। এমনকি দাঁড়িয়ে থাকতে পারছেন না। কেউ কেউ স্মৃতিভ্রম ও মায়াভ্রমেও ভুগছেন। শিশুরা স্কুলের পড়াশোনা বাদ দিয়ে সারাদিনই থাকছে বিছানায়। অনেকে আবার ঘুমের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় চিকিৎসকরা রোগীদের নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কিন্তু কোন কারণ খুঁজে বের করতে পারেননি। তবে তাঁরা ধারণা করছেন, গ্রামটির নিকটবর্তী রাশিয়ান শহরের পরিত্যক্ত ইউরোনিয়াম খনির উচ্চ মাত্রার রেডিয়েশনই এই ভয়াবহ ‘ঘুম’ রোগের কারণ। অন্যদিকে, বিজ্ঞানীরা মাটি ও পানি পরীক্ষা করে খনির উচ্চ মাত্রার রেডিয়েশনই যে ঘুমের কারণ এ ব্যাপারে নিশ্চিত হতে পারেননি। এছাড়া খনিতে কর্মরত শ্রমিকরা এ রোগে আক্রান্ত নন। কী কারণে এমন রোগে আক্রান্ত হয়ে দিন রাত গ্রামের মানুষ ঘুমিয়ে কাটাচ্ছেন সেটিই এখন রহস্য। -লাইভ সায়েন্স অবলম্বনে আরিফুর সবুজ
×