ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মহৎ উদ্যোগ

প্রকাশিত: ০৫:৫৫, ১৭ ডিসেম্বর ২০১৪

মহৎ উদ্যোগ

মহান মুক্তিযুদ্ধে বিজয় বাঙালী জাতির শ্রেষ্ঠ অর্জন। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় এ বিজয়। বাংলার কৃষক, ছাত্র, শ্রমিক, জেলেসহ সকল শ্রেণী ও পেশার মানুষের অবদান রয়েছে এ জনযুদ্ধে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় তাদের উদ্বুদ্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব। রাজধানীর দক্ষিণ কমলাপুর কবরস্থানের গলিতে মঙ্গলবার ১৬ ডিসেম্বর এমনই একটি মহৎ উদ্যোগ চোখে পড়ে। শাওন নামে ৩০ বছর বয়সী এক যুবক নিজ উদ্যোগে তিন বছর ধরে মুক্তিযুদ্ধভিত্তিক এ ধরনের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। তাঁর এ কাজে স্থানীয়রা উৎসাহ ও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছেন। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী কে এইচ জসিম।
×