ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোবাইল ব্যাংকিং থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

প্রকাশিত: ০৫:৪৬, ১৭ ডিসেম্বর ২০১৪

মোবাইল ব্যাংকিং থেকে টাকা  হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম থেকে ॥ কুড়িগ্রামে বিকাশ এজেন্ট ও গ্রাহকের কাছ হতে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। দেড় মাস আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ফলে জেলার শত শত বিকাশ এজেন্ট ও সাধারণ গ্রাহকরা দিন কাটাচ্ছে চরম অনিশ্চয়তার মাঝে। কুড়িগ্রাম জেলার মানুষ আধুনিক প্রযুক্তির ব্যবহারে পিছিয়ে নেই। এ অঞ্চলের সাধারণ মানুষের জীবন মানোন্নয়নে অনেকেই বেছে নিয়েছে মোবাইল ব্যাংকিং ব্যবসা বিকাশ। জেলায় বিকাশ এজেন্ট ব্যবসায় জড়িয়ে রয়েছে এক হাজার ৫০ জন। এসব মানুষের ভাগ্যনোয়ন্নে বাধ সেজেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রটি গত কয়েক মাসে জেলার ৩টি উপজেলার ৪৬টি বিকাশ এজেন্ট হতে ১৬ লাখ ৭০ হাজার ১০ টাকা হাতিয়ে নিয়ে নিঃস্ব করেছে। অভিযোগ রয়েছে এসব প্রতারক সহযোগিতা করছে বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ ডিলাররা। নবেম্বরের কুড়িগ্রাম সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতারক চক্র বিকাশের টাকা হাতিয়ে নিলেও থানায় অভিযোগ করেও মিলছে না কোন প্রতিকার। বিকাশ ব্যবসায়ীরা তাদের পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বাড়তি অর্থ উপার্জনের জন্য বাড়ি ও পরিবারের সদস্যদের সম্পদ নষ্ট করে মূলধন যুগিয়েছিল। প্রতারক চক্রের উপদ্রব বেড়ে যাওয়ায় অনেকেই এ ব্যবসার প্রতি আস্থা হারিয়ে ফেলছেন। বিকাশ এজেন্টদের এমন দুর্দশার কথা শুনে সাধারণ গ্রাহকরাও উদ্বিগ্ন হয়ে পড়েছে।
×