ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস খেলাধূলা

প্রকাশিত: ০৫:৩৬, ১৭ ডিসেম্বর ২০১৪

বিজয় দিবস খেলাধূলা

স্পোর্টস রিপোর্টার ॥ হকি স্টিক তুলে রেখেছেন বেশ কয়েক বছর আগে। তারপরও অবসরে যাওয়ার পরও মরচে ধরেনি কারুর স্বীয় নৈপুণ্যে। এমনটাই দেখা গেল মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। মহান বিজয় দিবস উপলক্ষে সাবেক জাতীয় তারকা খেলোয়াড়দের নিয়ে এক প্রদর্শনী হকি ম্যাচ অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি লিয়েন্দ্রো নেগ্রে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। এই ভদ্রলোক নিজেও ছিলেন স্পেন জাতীয় দলের তুখোড় খেলোয়াড়। খাজা, আদিল, জুম্মন, কামাল, কিসমত, বশিরদের খেলা দেখে হয় তো বার বার রোমঞ্চন করেছেন নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিগুলো। প্রদর্শনী ম্যাচে ফেডারেশন একাদশ ৬-৪ গোলে প্রেসিডেন্ট একাদশকে হারায়। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ্ ফেডারেশন একাদশের হয়ে দুর্দান্ত হ্যাটট্রিক করেন। ফেডারেশন একাদশের পক্ষে খেলেন বাংলাদেশ জাতীয় হকি দলের বর্তমান মালয়েশিয়ান কোচ গোবিনাথান কৃষ্ণমুর্থি-ও। খেলা পরিচালনা করেন আম্পায়ার শাহবাজ আলী ও জাহিদ হোসেন। ফেডারেশন একাদশ ॥ শফিক, নেসার, মহসিন, বশির আহমেদ, মীর মঞ্জুর আহমেদ, আক্তার, খাজা রহমতউল্লাহ, মনোয়ার হোসেন, আলমগীর আলম, জামিল পারভেজ লুলু, আনোয়ার হোসেন খান, হোসেন ইমাম চৌধুরী শান্টা, জাহিদ হোসেন রাজু, ইউসুফ আলী, পাপ্পু, গোবিনাথান কৃষ্ণমুর্থি ও আব্দুর রশিদ খান সোলেমান। প্রেসিডেন্ট একাদশ ॥ আনভীর আদিল খান, জুম্মন লুসাই, এসএম নুর হোসেন, আকিল, এহসান নাম্মি, জামিল এ নাসের, ফজলুল হক, কাজী আবু জাফর তপন, মোস্তাক, মাহবুব হারুন, নুরুল আমিন, রফিকুল ইসলাম কামাল, বায়জিদ হায়দার, কামরুল ইসলাম কিসমত, হাসান আলী ও রমিজ উদ্দিন।
×