ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬০ কিমি যানজট

প্রকাশিত: ০৪:৫৫, ১৭ ডিসেম্বর ২০১৪

ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কে  ৬০ কিমি  যানজট

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১৬ ডিসেম্বর ॥ কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ৬০ কিলোমিটার অংশজুড়ে যানজটের সৃষ্টি হয়। সোমবার গভীর রাতে মহাসড়কে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় একটি ট্রাক বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়। এছাড়া গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সেনানিবাস সংলগ্ন নাজিরাবাজার এলাকায় পৃথক স্থানে আরও ২টি ট্রাক বিকল হয়ে পড়লে দিনভর এ মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে। এতে নৈশ কোচসহ যানবাহনের যাত্রী ও অ্যাম্বুলেন্সের রোগীসহ বিভিন্ন পরিবহনের মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। যানজট সারাতে দিনভর হাইওয়ে ও সংশ্লিষ্ট থানা পুলিশকেও হিমশিম খেতে হয়েছে। হাইওয়ে ও থানা পুলিশসহ স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা-চট্টগ্রাম অভিমুখউ নৈশকোচসহ বিভিন্ন যানবাহন উভয়দিকে আটকা পড়ে। অন্যদিকে মঙ্গলবার মহাসড়কের সেনানিবাস সংলগ্ন নাজিরা বাজার এলাকায় দুপুর ১২টার দিকে একটি ট্রাক এবং বেলা আড়াইটার দিকে একই এলাকায় আরও একটি ট্রাক বিকল হয়ে পড়লে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে। এতে উভয় দিকের গাড়ির চাপে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে জেলার সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়।
×