ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে পেশাজীবী সমাবেশ

জামায়াত-শিবিরের তথ্যসন্ত্রাস সম্পর্কে সজাগ থাকার আহ্বান

প্রকাশিত: ০৭:০৪, ১৬ ডিসেম্বর ২০১৪

জামায়াত-শিবিরের তথ্যসন্ত্রাস সম্পর্কে সজাগ থাকার আহ্বান

নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ ॥ বাংলাদেশের সাফল্য ও অর্জন সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি সৃষ্টির মতলবে একাত্তরের পরাজিত শত্রুরা নানাভাবে তথ্যসন্ত্রাস চালাচ্ছে এই নিউইয়র্কে বসে। জামায়াত-শিবিরের অর্থে পরিচালিত এই মিডিয়া-সন্ত্রাসীরা বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধীদের ধর্মীয় নেতা এবং রাজনৈতিক নেতা হিসেবে প্রচার করছে। মার্কিন প্রশাসনকে নানাভাবে মিথ্যা তথ্য দিচ্ছে ওরা। ওদের এহেন মিথ্যাচার সম্পর্কে সজাগ থাকতে হবে। একাত্তরের চেতনায় প্রবাসীদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে’Ñএমন উদাত্ত আহবান জানানো হয় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের যুক্তরাষ্ট্র শাখার অনুষ্ঠান থেকে। ১৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবিতে কর্মরত সংগঠনের প্রধান ড. প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট সরাফ সরকার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আনোয়ার বাবলু, আলী হোসেন গজনবী প্রমুখ। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সেক্রেটারি সাজ্জাদুর রহমানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তারা আসেননি বলে অভিযোগ করেন আয়োজকরা।
×