ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪৭, ১৬ ডিসেম্বর ২০১৪

এস এস সি পরীক্ষার পড়াশোনা

নমুনা প্রশ্ন ১. কোন অর্ধ-তৎসম শব্দের উদাহরণ? (ক) কুচ্ছিত (খ) ভবন (গ) মনুষ্য (ঘ) বৈষ্ণব ২. অনুবাদের অপর নাম কী? (ক) অনুসরণ (খ) ভাষান্তর (গ) অনুকরণ (ঘ) বিরচন ৩. ‘গোপন করার ইচ্ছা’Ñ এক কথায় কী হবে? (ক) আত্মগোপন (খ) গোপনেচ্ছা (গ) জগুপ্সা (ঘ) জিগীষা ৪. বর্গীয় বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়েছে? (ক) চার ভাগে (খ) পাঁচ ভাগে (গ) ছয় ভাগে (ঘ) তিন ভাগে ৫. ′উরধসড়হফ পঁঃং ফরধসড়হফ;.-এর অনুবাদ কোনটি? (ক) সঙ্গ দোষে নষ্ট (খ) কাঁচ কাটা হীরা (গ) সৎসঙ্গে স্বর্গবাস (ঘ) মানিকে মানিক চেনে ৬. মানপত্রের অপর নাম কী? (ক) ব্যক্তিগত পত্র (খ) আবেদনপত্র (গ) অভিনন্দন পত্র (ঘ) চুক্তিপত্র ৭. ‘কাব্য’Ñ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? (ক) কাব+ব (খ) কবি+ষ্ণ্য (গ) কাব+বব্য (ঘ) কবি+ব্য ৮. প্রাচীন বাংলা গদ্য সাহিত্য কোন ভাষায় রচিত? (ক) সাধু ভাষা (খ) উর্দু (গ) সংস্কৃত (ঘ) হিন্দি ৯. ব্যাকরণের প্রধান কাজ কী? (ক) ভাষার বিশ্লেষণ (খ) ভাষার শৃঙ্খলা রক্ষা (গ) ভাষার উন্নতি (ঘ) ভাষার নিয়ম প্রতিষ্ঠা ১০. ‘নামাজ’ কী শব্দ? (ক) আরবি (খ) ফারসি (গ) উর্দু (ঘ) হিব্রু ১১. কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ? (ক) শুনে রাখ (খ) যোগ কর (গ) রাস্তা দেখ (ঘ) বই পড় ১২. কোন গদ্যাংশের বক্তব্য সংক্ষেপ করাকে বলেÑ (ক) সারমর্ম-লিখন (খ) সংক্ষেপণ (গ) সারাংশ লিখন (ঘ) সার বক্তব্য লিখন ১৩. ভাব সম্প্রসারণে বর্জনীয় কোন বিষয়টি? (ক) বাস্তব ও প্রাসঙ্গিক বিষয় (খ) প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় বিষয় (গ) অবাস্তব ও অপ্রাসঙ্গিক বিষয় (ঘ) যুক্তিতর্কপূর্ণ বিষয় ১৪. ব্যক্তিগত পত্রে প্রাপক সমবয়সী হলে উপযুক্ত সম্বোধন কোনটি হবে? (ক) কল্যাণীয়াষু (খ) দোয়াবরেষু (গ) প্রীতিভাজনেষু (ঘ) শ্রদ্ধাভাজনেষু ১৫. বাংলা ভাষার মূল উৎস কী? (ক) কানাড়ী ভাষা (খ) বৈদিক ভাষা (গ) হিন্দি ভাষা (ঘ) অনার্য ভাষা ১৬. মানুষ তার মনের ভাব প্রকাশের জন্য কোন অঙ্গের ব্যবহার সবচেয়ে বেশি করে? (ক) হাত (খ) চোখ (গ) কণ্ঠ (ঘ) নাক ১৭. ‘লগ্ন>লগ্্গ’ কোন সমীভবন? (ক) প্রগত (খ) পরাগত (গ) মধ্যগত (ঘ) অন্যোন্য ১৮. ‘উচ্ছ্বাস’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? (ক) উৎ+শ্বাস (খ) উৎ+ছাস (গ) উৎ+শাস (ঘ) উৎ+চ্ছাস ১৯. ‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? (ক) ব্য+অর্থ (খ) বি+অর্থ (গ) উৎ+শাস (ঘ) উৎ+অর্থঃ ২০. ‘চিরসুখী’Ñএর ব্যাসবাক্য কোনটি? (ক) চিরসুখী যে (খ) চিরদিনের সুখী (গ) চিরকাল ব্যাপিয়া সুখী (ঘ) চিরকাল সুখী ২১. খাঁটি বাংলা উপসর্গ কোনটি? (ক) অনু (খ) উপ (গ) পরা (ঘ) কদ ২২. ‘মানব’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? (ক) মনু+ষ্ণ (খ) মন+ব (গ) মানুব+অ (ঘ) মানুষ+য ২৩. গঠন অনুসারে শব্দ কত প্রকার? (ক) দুই প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) পাঁচ প্রকার ২৪. যে ক্রিয়ার কর্ম থাকে তাকে কী বলে? (ক) সমধাতুজ কর্ম (খ) নিজন্ত কর্ম (গ) প্রযোজক কর্ম (ঘ) সকর্মক ২৫. ‘পাপে বিরত হও’Ñ বাক্যটিতে ‘পাপে’ কোন কারক? (ক) কর্মকারক (খ) করণ কারক (গ) অপাদান কারক (ঘ) অধিকরণ কারক ২৬. যা নিবারণ করা যায় নাÑ এক কথায় কী বলা হয়? (ক) অনিবার্য (খ) অনিবারণ (গ) দুর্নিবার (ঘ) কষ্টসাধ্য ২৭. নিচের কোন বাগধারাটির অর্থ ‘শত্রুতা’? (ক) আক্কেল সেলামি (খ) অকূল পাথার (গ) আদায় কাঁচকলায় (ঘ) আটকপালে ২৮. ‘কাজটি ভাল দেখায় না’Ñ কোন বাচ্য? (ক) কর্তৃবাচ্য (খ) কর্মবাচ্য (গ) ভাববাচ্য (ঘ) কর্মকর্তৃবাচ্য ২৯. সারাংশে কোনটি বর্জনীয়? (ক) মূলভাব (খ) প্রদত্ত অনুচ্ছেদের শব্দ (গ) উপমা অলংকার (ঘ) সহজ শব্দ ৩০. কোনটিতে দৃষ্টান্ত অবশ্যই থাকতে হয়? (ক) সারাংশ (খ) সারমর্ম (গ) রচনা (ঘ) ভাব-সম্প্রসারণ ৩১. ভাব সম্প্রসারণের ভাষা কেমন হওয়া উচিত? (ক) সহজ ও প্রাঞ্জল (খ) গুরুগম্ভীর (ঘ) তৎসম শব্দবহুল (ঘ) দুর্বোধ্য ও জটিল ৩২. ‘সারমর্ম’-এর সমার্থকÑ (ক) সংক্ষিপ্ত (খ) মূল কথা (গ) ভূমিকা (ঘ) খাঁটি কথা ৩৩. সারাংশ ও সারমর্মের ভাষা হবেÑ (ক) সংক্ষিপ্ত ও দুর্বোধ্য (খ) সহজ ও এলোমেলো (গ) সংক্ষিপ্ত ও দৃঢ় ও সংহত (ঘ) কঠিন ও দুর্বোধ্য ৩৪. অনুবাদের ক্ষেত্রে মূল বিষয়ের কোন দিকটি অটুট রাখতে হয়? (ক) ভাব (খ) ভাষা (গ) শব্দার্থ (ঘ) বাক্যবিন্যাস ৩৫. পত্র প্রধানত দু’প্রকার। যথাÑ (ক) ব্যক্তিগত ও সামাজিক (খ) ব্যক্তিগত ও ব্যবহারিক (গ) সামাজিক ও ব্যবহারিক (ঘ) সামাজিক ও দাপ্তরিক ৩৬. ‘শীতার্ত’Ñ শব্দটির সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি? (ক) শতী+আর্ত (খ) শীত+অর্ত (গ) শীত+ঋত (ঘ) শীত+তার্ত ৩৭. ‘ক’-এর উচ্চারণ স্থানের নাম কী? (ক) জিহ্বামূল (খ) অগ্রতালু (গ) পশ্চাৎ দন্তমূল (ঘ) ওষ্ঠ ৩৮. ‘উচ্ছল’ শব্দের অর্থ কী? (ক) চঞ্চল (খ) সর্বত্র ব্যাপ্ত (গ) সর্বদা ব্যস্ত (ঘ) চপলা ৩৯. প্রবন্ধের বিষয়বস্তু সাধারণত কয় প্রকার? (ক) দু’প্রকার (খ) তিন প্রকার (গ) চার প্রকার (ঘ) ছয় প্রকার ৪০. প্রবন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় কোনটি? (ক) আবেগের প্রাধান্য (খ) চিন্তার প্রাধান্য (গ) তথ্যের প্রাধান্য (ঘ) তত্ত্বের প্রাধান্য
×