ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী ‘বীরাঙ্গনাÑউইম্যান অব ওয়ার’ নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:২৭, ১৬ ডিসেম্বর ২০১৪

দেশব্যাপী ‘বীরাঙ্গনাÑউইম্যান অব ওয়ার’ নাটকের মঞ্চায়ন

সংস্কৃতি ডেস্ক ॥ আগামীকাল ১৭ ডিসেম্বর থেকে দেশব্যাপী মঞ্চায়ন শুরু হচ্ছে লন্ডনভিত্তিক সাংস্কৃতিক সংগঠন কমলা কালেক্টিভ প্রযোজিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘বীরাঙ্গনাÑউইম্যান অব ওয়ার’। নাটকটি রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা ও লীসা গাজী। নির্দেশনা দিয়েছেন ফিলিজ ওজজান। অভিনয় করেছেন লীসা গাজী ও অমিথ রহমান। নাটকের সঙ্গীতায়োজন করেছেন আহসান রেজা খান। গানে কণ্ঠ দিয়েছেন সোহিনী আলম। ‘বীরাঙ্গনাÑউইম্যান অব ওয়ার’ নাটকটি মঞ্চায়নের জন্য লন্ডনের সাংস্কৃতিক দলটি এখন ঢাকায় অবস্থান করছে বলে জানা গেছে। সূত্রে জানা গেছে, আগামীকাল ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, কুষ্টিয়া এবং সিরাজগঞ্জে নাটকটি ধারাবাহিকভাবে ‘বীরাঙ্গনাÑউইম্যান অব ওয়ার’ নাটকটির মঞ্চায়ন হবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার শহিদ মিনার মঞ্চে, বৃহস্পতিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে, ১৯ ডিসেম্বর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে এবং ৩০ ডিসেম্বর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামে মঞ্চস্থ হবে। এর পর পর্যায়ক্রমে নাটকটি সিরাজগঞ্জ, কুষ্টিয়ায় মঞ্চায়ন হবে। নাটকের মূল চরিত্র একজন বিরঙ্গনা। নাটকে বীরাঙ্গনা বলতে সাহসী নারী কিংবা যুদ্ধের নায়িকা বোঝানো হয়েছে। নাটকে দেখা যাবে মরিয়ম একজন যুবতী নারী, যে তেঁতুল খেতে, স্বাদ পেতে ভালবাসে, ভালবাসে মায়ের আঁচলের গন্ধ নিতে এবং ভালবাসে তার স্বামীর হাত ধরে থাকতে। ১৯৭১ সালে, যে বছর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ ছড়িয়ে পড়ে ছিল এবং বাংলাদেশের কোন অংশ এর বাইরে ছিল না। এ কালবৈশাখী ঝড় সারাদেশে ক্রমশ ঘনীভূত হয়। এগিয়ে যায় গল্প।
×