ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাশা ডেনিমসের আইপিও অনুমোদন অবৈধ ঘোষণা

প্রকাশিত: ০৬:১৮, ১৬ ডিসেম্বর ২০১৪

শাশা ডেনিমসের আইপিও অনুমোদন অবৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ শাশা ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে চার সপ্তাহের রুল জারি করেছেন উচ্চ আদালত। সোমবার বিকেল সাড়ে তিনটায় বিচারপতি মির্জা হোসেন হায়দার ও বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গত সপ্তাহে সিনিয়র কাউন্সিলর ব্যারিস্টার আহসানুল করিম ও এ্যাডভোকেট তৌফিকুল ইসলামের দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন উচ্চ আদালত। রুলে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক শাশা ডেনিমসের আইপিও অনুমোদন কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে অর্থ মন্ত্রণালয়, বিএসইসি ও সংশ্লিষ্ট কোম্পানিকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কোম্পানি পক্ষের আইনজীবী হিসেবে শুনানিতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার তানজিবুল আলম। সরকার পক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং আবেদনকারীর আইনজীবী ছিলেন ব্যারিস্টার রফিকুল ইসলাম। এ বিষয়ে এ্যাডভোকেট তৌফিকুল ইসলাম বলেন, শাশা ডেনিমসের আর্থিক প্রতিবেদনে তথ্য বিভ্রাট পাওয়া গেছে। এছাড়া কোম্পানিটির আইপিওতে অতিরিক্ত প্রিমিয়াম দেয়া হয়েছে। আইপিও অনুমোদনের আগে কোম্পানির সম্পদ ও দায় মিলে নিট সম্পদ মূল্য ছিল ২৯ টাকার কিছু বেশি। কিন্তু আইপিও অনুমোদনের সময় কোম্পানিটি দেখিয়েছে ৫২.৯৩ টাকা। যা একেবারে অপ্রত্যাশিত। তাই বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে এ রিট আবেদন করা হয়। তবে কোম্পানির পক্ষ থেকে প্রধান অর্থ কর্মকর্তা মোঃ আহসানুল হক জানিয়েছেন, এতে আইপিওর চাঁদা গ্রহণের কোন বাধা নেই। আজ পুঁজিবাজার বন্ধ অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে আজ মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে লেনদেন বন্ধ থাকবে। উল্লেখ্য, বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর এই দিনটি সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংকেরও লেনদেন বন্ধ থাকবে। বছরের শুরুতেই দুই স্টক এক্সচেঞ্জে যে ছুটির তালিকা তৈরি করা হয়েছে সেখানে ১৬ ডিসেম্বর লেনদেন বন্ধের বিষয়টি রয়েছে। এছাড়া ডিসেম্বর মাসে আরও ২ দিন সরকারী ছুটির কারণে লেনদেন বন্ধ থাকবে। আগামী ২৫ ডিসেম্বর বড়দিন ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডের কারণে পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
×