ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফের বার্সিলোনার মুখোমুখি ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ০৫:৫২, ১৬ ডিসেম্বর ২০১৪

ফের বার্সিলোনার মুখোমুখি ম্যানচেস্টার সিটি

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে বার্সিলোনা ও ম্যানচেস্টার সিটি। এবারের ২০১৪-১৫ মৌসুমের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়েছে। সোমবার নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়। গত মৌসুমেও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল সিটি ও বার্সা। এবারও তাই লিওনেল মেসি ও সার্জিও এ্যাগুয়েরোর লড়াই দেখতে পাবে ফুটবলবিশ্ব। আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তারা খেলবে জার্মান ক্লাব শালকে জিরো ফোরের বিরুদ্ধে। সাবেক চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইউক্রেনের শাখতার ডোনেস্ক। চেলসি খেলবে পিএসজির বিরুদ্ধে। গত মৌসুমে ম্যানসিটির বিরুদ্ধে দুই লেগের লড়াইয়ে ৪-১ গোলে জিতে সেমিফাইনালে উঠেছিল বার্সিলোনা। এবার তাই ইংলিশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নদের প্রতিশোধ নেয়ার মোক্ষম সুযোগ। গ্রুপ পর্বে ছয় ম্যাচের পাঁচটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় ক্যাটালানরা। ৮ পয়েন্ট পেয়ে ‘ই’ গ্রুপের দ্বিতীয় সেরা হয়ে শেষ ষোলোতে ওঠে সিটি। এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার লড়াইয়ে নকআউট পর্বে খেলবে ম্যানসিটি। রিয়ালও গত মৌসুমের সেরা ষোলোর প্রতিপক্ষই পেয়েছে। গতবার শালকেকে দুই লেগ মিলিয়ে ৯-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল স্প্যানিশ পরাশক্তিরা। শেষ পর্যন্ত এ্যাটলেটিকোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল। রেকর্ড গড়ে গ্রুপ পর্বে সব ক’টি ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয় রিয়াল। আর ৮ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের রানার্সআপ হয় শালকে। এবারের আসরের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে গত বুধবার। প্রাথমিক পর্বে আটটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে ৩২টি দল। সেখান থেকে সেরা ১৬টি দল উঠে এসেছে নকআউট পর্বে অর্থাৎ প্রি-কোয়ার্টার ফাইনালে। আর বিদায় নিয়েছে বাকি ১৬টি দল। পরের পর্বে জায়গা পাওয়া ১৬ দল কে কার সঙ্গে মোকাবেলা করবে তা নির্ধারিত হয়েছে সোমবার। প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৭, ১৮, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ। এরপর কোয়ার্টার ফাইনালের ড্র হবে ২০ মার্চ। শেষ আটের প্রথম লেগের খেলা হবে ১৪ ও ১৫ এপ্রিল। দ্বিতীয় লেগের ম্যাচ হবে ২১ ও ২২ এপ্রিল। ২৪ এপ্রিল সেমিফাইনালের ড্র হওয়ার পর প্রথম লেগের ম্যাচ হবে ৫ ও ৬ মে। আর দ্বিতীয় লেগের ম্যাচ হবে ১২ ও ১৩ মে। ২০১৫ সালের ৬ জুন ফাইনাল ম্যাচ বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে।
×