ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দীর্ঘমেয়াদে ফ্রান্সের কোচ হতে চান দেশম

প্রকাশিত: ০৫:৫০, ১৬ ডিসেম্বর ২০১৪

দীর্ঘমেয়াদে ফ্রান্সের কোচ হতে চান দেশম

স্পোর্টস রিপোর্টার ॥ আড়াই বছর ধরে ফ্রান্স ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক ফুটবলার দিদিয়ের দেশম। এবার ব্রাজিল বিশ্বকাপেও দলকে দারুণভাবে পরিচলানা করেছেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফরাসী দলের এ ফুটবলার। তবে এবার দীর্ঘমেয়াদী একটি চুক্তির প্রত্যাশা তাঁর। ইতোমধ্যেই তিনি দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছেন তিনি। দেশমের ইচ্ছা ২০১৬ ইউরো পর্যন্ত চুক্তিবদ্ধ হওয়ার। আর এ বিষয়টি দেশম নিজেই গণমাধ্যমের কাছে জানিয়েছেন। মোনাকো ও জুভেন্টাসের হয়ে দীর্ঘদিন খেলেছেন দেশম। এরপর ১৯৯৮ সালে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকাপ জয়ে। পরবর্তীতে ২০০০ সালে উইরো জয়ী ফরাসী দলেরও অধিনায়ক ছিলেন তিনি। এবার বিশ্বকাপে কোচ হিসেবে ফ্রান্সকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উন্নীত করেছিলেন দেশম। তবে এবার বর্ধিত একটি চুক্তি আশা করছেন তিনি। এ বিষয়ে ৪৬ বছর বয়সী দেশম বলেন, ‘অবশ্যই আমি আরও অনেকদিন কোচ হিসেবে ফ্রান্সের সঙ্গে থাকতে চাই। ফরাসী ফুটবল প্রধান নোয়েল লি গ্রায়েটও সেটা চান। আমিও চাই। এটা পুরোপুরি পরিষ্কার এবং আমরা উভয়েই এ বিষয়ে একমত হয়েছি। আমরা ইতোমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং একমত হয়েছি কাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে। তিনি আগামী ইউরো পর্যন্ত আমাকে দেখতে চান।’ ২০১৬ ইউরো এবার ফ্রান্সে আয়োজিত হবে। তবে উভয়পক্ষ রাজি থাকলেও চুক্তির বর্ধিত মেয়াদটা কতদিন পর কার্যকর হবে সেটা নিশ্চিত হয়নি। দেশমের আগে ফ্রান্সের কোচ ছিলেন লরেন্ট ব্লাঙ্ক। তাঁর অধীনে ২০১০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটে ফরাসীদের। তবে ২০১২ ইউরোতেও ব্যর্থতার পর আর ব্লাঙ্ককে রাখেনি। দায়িত্ব নেন দেশম। এরপর থেকে তিনি দলের চেহারাটাই পরিবর্তন করে দিয়েছেন। এবার বিশ্বকাপে ক্ষণভঙ্গুর একটি দলকে সাজিয়ে কোয়ালিফাই করিয়েছেন। শুধু তাই নয় ব্রাজিল বিশ্বকাপে ফরাসীদের নৈপুণ্যও ছিল চোখে পড়ার মতো। দেশমের নিদের্শনায় দারুণ ফুটবল উপহার দিতে পেরেছে ফ্রান্স।
×