ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জে কারেন্ট জাল ফ্যাক্টরি সিলগালা, জরিমানা

প্রকাশিত: ০৫:৩৬, ১৫ ডিসেম্বর ২০১৪

মুন্সীগঞ্জে কারেন্ট জাল ফ্যাক্টরি সিলগালা, জরিমানা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমাণ আদালত রবিবার দুটি কারেন্ট কারখানা বন্ধ করে দিয়েছে। কারেন্ট জাল প্রস্তুত ও বিপণনের দায়ে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। কারখানা দুটির ১৮০ কেজি কারেন্ট জাল পার্শ্ববর্তী নয়াগাঁয়ের ধলেশ্বরী নদীর তীরে নিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। গনি ফিশিং নেট নামের কারখানাটি সিলগালা করা হয়েছে। ইকরা ফিশিং নেট নামের কারখানা বন্ধ করা হলেও কারখানার ভেতর দিয়ে বসবাসের ঘরে রাস্তা থাকায় সেটি সিলগালা করা যায়নি। জেলা মৎস্য কর্মকর্তা নূর তাজুল হক এসব তথ্য দিয়ে জানান, দেশের অধিকাংশ কারেন্ট জাল উৎপাদন হয় মুন্সীগঞ্জের মুক্তারপুরে। এখানে তাদের হিসাব অনুযায়ী ১৫৪টি কারখানা রয়েছে। আদালতের নিষেধাজ্ঞার কারণে এগুলো বন্ধ করা যাচ্ছিল না। আইনী জটিলতার সুযোগে বছরের পর বছর ধরে কারেন্ট জাল তৈরি করে মৎস্য সম্পদের অপূরণীয় ক্ষতি করে দেয়। এর আগে কিছু মামলা খারিজ হলেও সর্বশেষ গত ১০ ডিসেম্বর হাইকোর্ট কারেন্ট জাল ফ্যাক্টরির পক্ষের মামলা খারিজ করে দিয়েছে। তাই এগুলো বন্ধে অভিযান শুরু হয়েছে। অভিযানের খবর পেয়ে অন্য ফ্যাক্টরিগুলো বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। তাই সেগুলো বন্ধ করা যায়নি। মালিক শ্রমিকরা একত্রিত হয়ে অভিযানকে ব্যাহত করার প্রস্তুতি নিচ্ছিল। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল জানান, মালিক পক্ষ থেকে যত বাধাই আসুক অভিযান অব্যাহত থাকবে। কারণ এই কারেন্ট জাল ইলিশ মাছসহ সকল মৎস্য সম্পদের অপরনীয় ক্ষতির অন্যতম কারণ।
×