ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তালেবানের বিরুদ্ধে নারী কমান্ডো নামাবে পাকিস্তান

প্রকাশিত: ০৫:৩৫, ১৫ ডিসেম্বর ২০১৪

তালেবানের বিরুদ্ধে  নারী কমান্ডো  নামাবে পাকিস্তান

তালেবানসহ সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য নারী কমান্ডো বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তান। উত্তরাঞ্চলীয় পাকিস্তানের হাকিমাবাদ জেলার নওশেরওয়ার মরুভূমিতে কঠোর এ প্রশিক্ষণ চলছে। খবর ওয়েবসাইটের। প্রশিক্ষণ শেষে পুলিশ কমান্ডো এ সব নারী সন্ত্রাসবিরোধী অভিযানে নামবেন। চলতি মাসে আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীর সরে যাওয়ার কথা রয়েছে। সে প্রেক্ষাপটে পাকিস্তানের পুলিশ বাহিনীতে আরও নারীর নিয়োগ দেয়া হচ্ছে। পাকিস্তানে নারীদের দেহ তল্লাশিসহ অন্য অনেক তৎপরতায় পুরুষের চেয়ে পুলিশ বাহিনীর নারী সদস্যরা বেশি সুবিধা পাবে। এ ছাড়া, দৃঢ় এবং আত্মপ্রত্যয়ী এ সব পুলিশ কমা-ো তালেবানসহ সব সন্ত্রাসবিরোধী অভিযানেও অনেক বেশি সফলতা দেখাতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
×