ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোহলি-ওয়ার্নারের জরিমানা

প্রকাশিত: ০৫:২০, ১৫ ডিসেম্বর ২০১৪

কোহলি-ওয়ার্নারের জরিমানা

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেড টেস্টে খেলা চলাকালে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে অসদাচরণের জন্য ভারতীয় তারকা বিরাট কোহলির ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সমান অর্থ গুনতে হচ্ছে সতীর্থ শিখর ধাওয়ানকে। আর অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নাকে দিতে হচ্ছে ১৫ শতাংশ। কোড অব কন্ড্রাক্ট ভঙ্গের দায়ে প্রত্যেককে আইসিসির লেভেল-ওয়ান শাস্তি দেয়া হয়েছে। ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে শাস্তি বাড়বে। এ্যাডিলেড টেস্টে বরুণ এ্যারনের বলে আউট হয়ে সাজঘরের দিকে হাঁটা ধরেন ওয়ার্নার, পরে টিভি রিপ্লেতে দেখা যায় সেটি ছিল নো বাল, ক্রিজে ফিরে আসার সময় ‘কাম অন.., কাম অন বলে’ ক্ষোভ ঝাড়েন উভয় ইনিংসে সেঞ্চুরি হাঁকানো ওয়ার্নার। ম্যাচে আরও একবার ঝামেলায় জড়ান, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি ও শিখর ধাওয়ানরা।
×