ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যানইউর টানা ষষ্ঠ জয় লিভারপুলকে হারিয়ে

প্রকাশিত: ০৫:১৯, ১৫ ডিসেম্বর ২০১৪

ম্যানইউর টানা ষষ্ঠ জয় লিভারপুলকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুর ধুঁকধুকানি কাটিয়ে অপ্রতিরোধ্য ছন্দে এগিয়ে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে দলটি টানা ষষ্ঠ জয় পেয়েছে। রবিবার ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে রেড ডেভিলসরা ৩-০ গোলে হারায় শক্তিশালী লিভারপুলকে। ম্যানইউর হয়ে গোলগুলো করেন তিন তারকা অধিনায়ক ওয়েন রুনি, জুয়ান মাতা ও রবিন ভ্যান পার্সি। এই জয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান আরও মজবুত করেছে ম্যানইউ। ১৬ ম্যাচে তাদের ভা-ারে জমা ৩১ পয়েন্ট। অন্যদিকে আরেকটি হারে আরও পিছিয়ে পড়েছে লিভারপুল। দ্য রেডরা ২১ পয়েন্ট নিয়ে তালিকার দশ নম্বরে। শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা ম্যানইউ ১২ মিনিটে অধিনায়ক ওয়েন রুনির গোলে এগিয়ে যায়। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার জুয়ান মাতা। বিরতির পর ৭১ মিনিটে রেড ডেভিলসদের হয়ে তৃতীয় গোল করেন রবিন ভ্যান পার্সি। ইতালিয়ান সিরি এ লীগে পয়েন্ট খুইয়েছে হ্যাটট্রিক শিরোপাধারী জুভেন্টাস। রবিবার জুভদের ১-১ গোলে রুখে দিয়ে চমক দেখায় অতিথি স্যাম্পডোরিয়া। এই ড্র’র পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে দলটি। ১৫ ম্যাচে সর্বোচ্চ ৩৬ পয়েন্ট জুভেন্টাসের। নিজেদের মাঠে ম্যাচের ১২ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ক্লাউডিও মারচিসিয়োর সহযোগিতায় গোল করেন প্যাট্টিক এভরা। প্রথমার্ধে এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভরা। বিরতির পর ৫১ মিনিটে সমতা ফেরায় অতিথি স্যাম্পডোরিয়া। সমতাসূচক গোলটি করেন মানোলো গাব্বিয়াডিনি।
×