ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রোবেনের প্রশংসায় কোচ গার্ডিওলা

প্রকাশিত: ০৫:১৯, ১৫ ডিসেম্বর ২০১৪

রোবেনের প্রশংসায় কোচ গার্ডিওলা

স্পোর্টস রিপোর্টার ॥ বয়সে ত্রিশকেও ছাড়িয়ে গেছেন আরিয়েন রোবেন। কিন্তু ড্রিবলিং দক্ষতা, দুর্দান্ত গতি আর অসাধারণ ক্রসিং সামর্থের জন্য এখনও প্রতিপক্ষের হুমকি। জার্মান বুন্দেসলিগায় শনিবার অগসবার্গের বিপক্ষেও নিজের জাত চেনালেন বেয়ার্নের এই ডাচ্ উইঙ্গার। একাই দুই গোল করে দলকে উপহার দিলেন ৪-০ গোলের বড় জয়। আর তার পারফর্মেন্সে মুগ্ধ কোচ পেপ গার্ডিওলা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেই প্রিয় শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি। শুধু মাঠের পারফর্মেন্সের কারণেই নয় বরং পেশাগত দিক দিয়ে রোবেন অনন্য। এ বিষয়ে পেপ গার্ডিওলা বলেন, ‘সে (আরিয়েন রোবেন) একজন অসাধারণ মাপের খেলোয়াড়। পেশাগত দিক দিয়েও সে সেরা। তার গুণাবলী প্রশংসনীয়। মানসিকতাও বেশ ভাল এবং অবশ্যই একজন পেশাদারসুলভ আচরণের অধিকারী খেলোয়াড়।’ ২০০৯ সালে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখে যাত্রা শুরু করেন আরিয়েন রোবেন। এরপর আর কখনই পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। বেয়ার্ন মিউনিখের হয়ে গত পাঁচ বছরে খেলেছেন ১১৭ ম্যাচ। আর এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে ৬৪ বার বল জড়িয়েছেন তিনি। জার্মান বুন্দেসলিগায় আলো ছড়ানোর আগে খেলেছেন লা লিগা এবং প্রিমিয়ার লীগেও। পিএসভি থেকে ২০০৪ সালে ইংলিশ জায়ান্ট চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি। ব্লুজদের হয়ে তিন মৌসুমে ৬৭ ম্যাচে খেলেছেন তিনি। প্রতিপক্ষের জালে ঢুকিয়েছেন ১৫ গোল। আর দুই মাঝের সময়টা তে খেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সি পরে। জার্মান বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে সফল দল বেয়ার্ন মিউনিখ। গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করছে তারা। চলতি মৌসুমেও তার ব্যতিক্রম নয়। সর্বশেষ ১৯ ম্যাচ খেলে বুন্দেসলিগায় ১৬টিতেই জয়ের দেখা পেয়েছে বেয়ার্ন। তবে শনিবার অগসবার্গের বিপক্ষে ম্যাচে বড় জয় পেয়েছে। কিন্তু কোচ পেপ গার্ডিওলা মানছেন বেশ কঠিন একটি ম্যাচ হয়েছে বলে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি খুবই গর্বিত। কারণ আমি জানি অগসবার্গের বিপক্ষে ম্যাচ জেতাটা কত কঠিন। তাদের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে আমরা বেশি আক্রমণাত্মক খেলেছি।’ জার্মান বুন্দেসলিগা, ক্লাব বিশ্বকাপসহ বেয়ার্ন মিউনিখেল খেলোয়াড়রা জিতেছেন চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও। কিন্তু তারপরও জয়ের ব্যাপারে প্রতিপক্ষকে কোন ধরনের ছাড় দিতে নারাজ তার শিষ্যরা। আর এতে বিস্মিত গার্ডিওলা নিজেও। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার খেলোয়াড়দের মানসিকতা আমাকে বিস্মিত করেছে। তারা ইতোমধ্যে সবকিছুই জিতেছে। কিন্তু তারপরও তার সবসময়ই জয় জয় আর জয় চায়। আমি আসলে এটাই বুঝাতে চাচ্ছি যে আমরা অসংখ্য ম্যাচ জিতেছি।’ স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় দ্যুতি ছড়িয়েছেন গার্ডিওলা। অসাধারণ সব কীর্তি গড়ে কাতালান ক্লাবে থেকেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। কোচ হিসেবে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা এখনও ধরে রেখেছেন তিনি। জার্মান বুন্দেসলিগায় বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে।
×