ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতারণার মামলায় তাজরীনের মালিক দেলোয়ার ফের কারাগারে

প্রকাশিত: ০৪:৫৬, ১৫ ডিসেম্বর ২০১৪

প্রতারণার মামলায় তাজরীনের মালিক  দেলোয়ার ফের কারাগারে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আলোচিত তাজরীন ফ্যাশনের মালিক মোঃ দেলোয়ার হোসেনকে প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। রবিবার দুপুরে তাজরীন ফ্যাশনের মালিক চট্টগ্রাম মহানগর হাকিম সৈয়দ মাশফিকুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা নামঞ্জুর হয়। আদেশ অনুযায়ী তাকে কারাগারে প্রেরণ করা হয়। আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের খ্যাতনামা কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পক্ষ থেকে দায়ের করা এক মামলায় তাজরীন ফ্যাশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়। ২০১০-১১ অর্থ বছরে ৩৪ লাখ ৭৩ হাজার ৭২০ টাকার এক্সেসরিজ পণ্য ক্রয় করে দীর্ঘ সময়েও এ অর্থ পরিশোধ করেনি তাজরীন ফ্যাশন। বরং নানাভাবে হয়রানি সৃষ্টি করে বলে অভিযোগ আনা হয় ঐ মামলায়। ২০১৩ সালের শেষদিকে কেডিএস গ্রুপের লিগ্যাল এস্টেট বিভাগের সহকারী ব্যবস্থাপক এ্যাডভোকেট শিমুল সেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
×