ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংগ্রামী মুজিব...

প্রকাশিত: ০৪:৫৫, ১৫ ডিসেম্বর ২০১৪

সংগ্রামী মুজিব...

শুধু দেশের উত্তরাঞ্চলে নয়, রাজধানী ঢাকায়ও শীত জেঁকে বসেছে। এই সুযোগে শীতবস্ত্রের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। কিন্তু নতুন শীতবস্ত্র কেনা সবার পক্ষে সম্ভব না। তাই রাজধানীতে গড়ে উঠেছে পুরানো শীতবস্ত্রের দোকান। অনেকে আবার বিভিন্ন বাড়ি থেকে কম দামে পুরাতন ও ছেড়া জ্যাকেট, বিছানার চাদর, সোয়েটার কিনে তা নিজ হাতে সেলাই দিয়ে বিক্রির উপযোগী করে তোলেন। এমনই একজন সত্তরোর্ধ মুজিব হোসেন। প্রতিদিন বিভিন্ন বাসা থেকে ছেঁড়া জামা-কাপড় সংগ্রহ করে তা সেলাই দিয়ে বিক্রি করে সংসার চালান তিনি। যে বয়সে একটু বিশ্রাম নেয়ার কথা সেই বয়সেই এসে ত্াকে শীতের মধ্যে খোলা জায়গায় বসে শীতবস্ত্র বিক্রি করতে হচ্ছে। রবিবার রাজধানী ঢাকার নগর ভবনের সামনে থেকে কর্মময় সংগ্রামী মুজিবের ছবিটি ক্যামেরাবন্দী করেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×