ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুপিয়ে ও হাতপায়ের রগ কেটে হত্যা করে জামায়াত-শিবির

নীলফামারীতে ৫ হত্যা মামলার চার্জশীট এক বছরেও হয়নি

প্রকাশিত: ০৪:৩৬, ১৪ ডিসেম্বর ২০১৪

নীলফামারীতে ৫ হত্যা মামলার চার্জশীট এক বছরেও হয়নি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ১৪ ডিসেম্বর। এক বছর আগের এই দিনে নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাট এলাকায় সংস্কৃতিমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে বহনকারী গাড়িতে হামলা ও এলাকায় তা-বলীলা চালিয়েছিল জামায়াত শিবির। নূরকে বাঁচাতে এগিয়ে এসেছিল পুলিশসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা নূরকে অক্ষত অবস্থায় প্রাণে বাঁচাতে পারলেও জামায়াত শিবিরের হাতে রক্ষা পায়নি টুপামারী ইউনিয়নের কৃষকলীগের সভাপতি খোরশেদ চৌধুরী, ওই ইউনিয়নের দুই ভাই যথাক্রমে যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ শাহ ও ছাত্রলীগ কর্মী মুরাদ শাহ, আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া। এদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাত পায়ের রগ কেটে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় পথচারী বাঁশ বিক্রেতা আবু বক্কর সিদ্দিকও রক্ষা পায়নি হামলাকারীদের হাত থেকে। তিনিও হত্যার শিকার হন। ওই ঘটনায় আহতদের মধ্যে হাত বা পা, চোখ অচল হয়ে পঙ্গুত্ব বরণ করে বেঁচে আছেন মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম, ছাত্রলীগ কর্মী রাসেল আমিন স্বপন, রুহুল আমিন শিপন, যুবলীগ নেতা মানিক হোসেন, ছাত্রলীগের জাহাঙ্গীর ওয়াসী, জ্যোতিস চন্দ্র রায়, বাদশাসহ অনেকে। অপর দিকে গুরুতর আহত যুবলীগ নেতা মাহাবুল গত দুই মাস আগে মৃত্যুবরণ করেন। এদিকে ওই ঘটনার এক বছর ঘিরে টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল অঙ্গসংগঠন রামগঞ্জ হাট এলাকায় বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এতে অংশ নেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। চাঁপাইয়ে কোচিং বাণিজ্য ভিন্ন ধারায় খবর প্রকাশ হওয়ায় স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ ‘চাঁপাইয়ে ভর্তি কোচিং রমরমা’ শিরোনামে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার জনকণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় পড়ে যায় এখানে। ওই নিউজ ফটোকপি করে শহরের বিভিন্নস্থানে টাঙ্গিয়ে দেয় সচেতন অভিভাবকরা। অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভর্তি কোচিং বাণিজ্যের মূল হোতারা। থমকে যাওয়ার মধ্য দিয়ে ল-ভ- ও তছনছ হয়ে পড়ে কোচিং বাণিজ্যের মূল কর্মকা- ও কর্মসূচী। অনেকটা কোচিং থেকে সরে এসে গা-ঢাকা দেবার মতো অবস্থা। অনুরূপ অবস্থা হতে বেরিয়ে আসতে প্রায় ৬০ ঘণ্টটার দৌড়ঝাঁপ ও শলাপরামর্শের পর মদদ দিতে এগিয়ে আসে একটি মহল। ভর্তির কোচিং বাণিজ্যের নতুন কৌশলের অন্যতম হচ্ছে দুটি স্কুলের শিক্ষকরা যারা এই বাণিজ্যে নেমেছে তারা তাদের নিজস্ব স্কুলেই পরিদর্শকের কাজ করবে।
×