ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে প্রাইমারীতে ১৫ লাখ ৬৫ হাজার বই বিতরণ হবে

আসছে নতুন বই, প্রতীক্ষায় শিশুরা

প্রকাশিত: ০৬:৩০, ১৩ ডিসেম্বর ২০১৪

আসছে নতুন বই, প্রতীক্ষায় শিশুরা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপর শিক্ষার্থীরা মেতে উঠবে নতুন বইয়ের গন্ধে। শিক্ষাবর্ষের শুরুতেই ‘বই উৎসবে’র আয়োজন ইতিমধ্যে শুরু হয়েছে রাজশাহীতে। ইতোমধ্যে নগরী ও জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৌঁছে যেতে শুরু করেছে নতুন পাঠ্যবই। রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জাতীয় শিক্ষা কার্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলামে ২০১৫ শিক্ষাবর্ষের নতুন বই মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, চাহিদামতো রাজশাহীর উপজেলাগুলোর প্রাথমিক শিক্ষা অফিসে বইগুলো পৌঁছে দেয়া হয়েছে। এবার জেলায় প্রাথমিকে পাঠ্যবই বিতরণ করা হবে ১৫ লাখ ৬৫ হাজার ১৭৬ কপি, এবতেদায়ী পর্যায়ে ১ লাখ ৭৬ হাজার ৬৭৫ কপি এবং এসএসসি ভোকেশনালে ১ লাখ ৩৪ হাজার ৪৯০ কপি বই বিতরণ করা হয়েছে। একই সঙ্গে মাধ্যমিক পর্যায়েও বই বিতরণ করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বছরের প্রথম দিনে সব বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হবে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কাশেম জানান, ইতোমধ্যেই বই বিতরণের সব ধরনের প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলো থেকে বিদ্যালয়ে বইগুলো পৌঁছে দেয়া হবে।
×