ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এ্যাডিলেডে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

প্রকাশিত: ০৫:৫৪, ১৩ ডিসেম্বর ২০১৪

এ্যাডিলেডে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় এ্যাডিলেড টেস্ট। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৯০ রান তুলে ইতোমধ্যে স্বাগতিকদের লিড ৩৬৩ রানের। স্বভাবগতভাবে অসিরা আক্রমণাত্মক, ঐতিহ্য মানলে আজ সকালেই লিডটা ধুম-ধাম ৪ শ’র ওপরে নিয়ে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন মাইকেল ক্লার্ক। আর সেনাপতি বিরাট কোহলির নেতৃত্বে প্রথম ইনিংসে সফরকারীরা যেভাবে ব্যাটিং করেছে, তাতে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে আজ তৈরি হতে পারে নাটকীয়তা। অকালপ্রয়াত ফিলিপ হিউজেস-স্মরণে জয় পেতে মরিয়া কুলীন অস্ট্রেলিয়া, কাল চতুর্থ দিনে সেখানে মাঠে অন্য ঝাঁঝ ছড়িয়েছে দু’দলের ‘উক্তপ্ত বাক্য বিনিময়’! সব মিলিয়ে রোমাঞ্চের অপেক্ষায় বিশ্বজুড়ে অগণিত ক্রিকেটপ্রেমী মানুষ। ৫ উইকেটে ৩৭৯ রানে চতুর্থ দিন শুরু করা ভারত এদিন মোটেই সুবিধা করতে পারেনি। নাথান লেয়ন ও পিটার সিডলের সাঁড়াশি আক্রমণের মুখে ১৯.৪ ওভারে ৭৫ রান যোগ করতেই প্রথম ইনিংসের শেষ ৫ উইকেট হারায় সফরকারীরা। ৩৩ রান নিয়ে নামা রোহিত শর্মা আউট হয়েছেন ৪৩ রান করে। নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে সুযোগ পাওয়া ঋদ্ধিমান সাহা ফেরেন ২৫ রানে। এরপরই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে ভারতের টেলএন্ড ব্যাটিংলাইন। ফল ১১৬.৪ ওভারে ৪৪৪ রানে গুটিয়ে যায় বিরাট কোহলির দল। ৩৬ ওভারে ১৩৬ রান দিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ৫ উইকেট তুলে নেন নাথান লেয়ন। এর মধ্য দিয়ে বব সিম্পসনের পর (সিডনি ১৯৬৮) ভারতের বিপক্ষে নিজেদের মাটিতে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখাল কোন অস্ট্রেলিয়ান স্পিনার! দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মকভাবে ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ক্রিস রজার্স (২১) আর শেন ওয়াটসনকে (৩৩) হারালেও ৩৮.৫ ওভারেই স্কোর বোর্ডে ১৪০ রান জমা করে স্বাগতিকরা। যার পুরোধা প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভিড ওয়ার্নার, তরুণ স্টিভেন স্মিথ (৬৪ বলে ৫২*) ও মিচেল মার্শ (২৬ বলে ৪০)। ১৬৬ বলে ১১ চার ও ১ ছক্কায় ১০২ রান করে লেগস্পিনার করন শর্মার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মারকাটারি ওপেনার ওয়ার্নার। তার আগে চা বিরতির আগমুহূর্তে একচোট নাটকই মঞ্চস্থ হয় এ্যাডিলেডে! পেসর বরুণ এ্যারনের ৩৪তম ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নার বোল্ড হয়ে যাওয়ার পর, তখন ক্রেজি ওয়ার্নারের নামে পাশে ৬৬ রান। গ্লাভস-হেলমেট খুলে হাঁটাও দিয়েছিলেন সাজঘরে দিকে। তাঁকে ফিরিয়ে উচ্ছ্বাসে লাফাচ্ছেন এ্যারন, ওয়ার্নারের উদ্দেশে উস্কানিমূলক দু-চারটি কথাও ছুড়ে দেন তিনি! কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় এ্যারনের বলটি ছিল ‘নো’ বল! আর পায় কে? এ্যারনের দিকে গজরাতে গজরাতে, ‘কাম অন! কাম অন!’ বলে শোধ তোলেন ওয়ার্নার। তাতে যোগ দেন বিরাট কোহলি, শিখর ধাওয়ানও। আম্পায়ার ইয়ান গোল্ডের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর ৫৩তম ওভারে আম্পায়ার রোহিতের বলে স্মিথকে আউটের আবেদন নাখোচ করলে ও রোহিত আক্রমণাত্মক ভঙ্গিতে ‘হোয়াট? হোয়াট বলেন। স্মিথ ফিক ফিকিয়ে হেসে ওঠেন! এতকিছুর মাঝেও অবশ্য ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নিয়ে প্রথম ইনিংসের মতোই আকাশের দিকে তাকিয়ে প্রয়াত হিউজেসকে স্মরণ করেন ওয়ার্নার। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৫১৭/৭ (১২০ ওভার; ওয়ার্নার ১৪৫, স্মিথ ১৬২*, ক্লার্ক ১২৮, মিচেল মার্শ ৪১, ওয়াটসন ১৪; শামি ২/১২০, এ্যারন ২/১৩৬, করন শর্মা ২/১৪৩, ইশান্ত ১/৮৫) ও দ্বিতীয় ইনিংস ২৯০/৫ (৬৯ ওভার; ওয়ার্নার ১০২, স্মিথ ৫২*, মিচেল মার্শ ৪০, ওয়াটসন ৩৩, রজার্স ২১, হ্যাডিন ১৪*; করন শর্মা ২/৯৫, রোহিত শর্মা ১/৩৫, শামি ১/৪২), ভারত প্রথম ইনিংস ৪৪৪/১০ (১১৬.৪ ওভার; কোহলি ১১৫, পুজারা ৭৩, রাহানে ৬২, বিজয় ৫৩, শামি ৩৪; লেয়ন ৫/১৩৪, সিডল ২/৮৮, জনসন ২/১০২) ** চতুর্থ দিন শেষে।
×