ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

তিন উদ্যোক্তার শেয়ার কমানোর নির্দেশনা অবৈধ

প্রকাশিত: ০৫:৫৩, ১২ ডিসেম্বর ২০১৪

তিন উদ্যোক্তার শেয়ার কমানোর নির্দেশনা অবৈধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত আরএন স্পিনিং মিল কোম্পানির তিন উদ্যোক্তা পরিচালকের শেয়ার কমানোর নির্দেশনাকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২০১৩ সালের ১৪ জানুয়ারি ওই তিন পরিচালককে রাইট শেয়ার দেওয়া যাবে না বলে এক নির্দেশনা জারি করে। পরে মার্চে এই আদেশে রিভিউ চেয়ে আবেদন করে কোম্পানি। আবেদনে সাড়া না পাওয়ায় তারা উচ্চ আদালতে আবেদন করে। আদালতে তিন পরিচালকের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, ব্যারিস্টার শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন। বিএসইসি এর পক্ষে ছিলেন আইনজীবী প্রবীর নিয়োগী। জানা গেছে, রাইট শেয়ার নিয়ে জালিয়াতি করায় ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিএসইসি।
×