ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে ইউপি সদস্যের নেতৃত্বে চলছে মাদক বিক্রি

প্রকাশিত: ০৬:২২, ১১ ডিসেম্বর ২০১৪

রূপগঞ্জে ইউপি সদস্যের নেতৃত্বে চলছে মাদক  বিক্রি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ ডিসেম্বর ॥ রূপগঞ্জে এক ইউপি সদস্যের নেতৃত্বে চলছে মাদক ব্যবসা। তার নিয়োজিত ১৫ জন খুচরা বিক্রেতা ও দুই ডিলার উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে মরণনেশা ইয়াবা ও ফেন্সিডিল ছড়িয়ে দিচ্ছেন। সজহলভ্য হওয়ায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আসক্ত হয়ে পড়ছেন মাদক সেবনে। এলাকাবাসী জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হোসেন পুরো ইউনিয়নে মাদক ব্যবসার নেটওর্য়াক গড়ে তুলেছেন। অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এই ইউপি সদস্যের নেতৃত্বেই দাউদপুরে চলছে ইয়াবা ও ফেন্সিডিলের ব্যবসা। পুরো ব্যবসার দেখভালের দায়িত্বে রয়েছেন তার বিশ্বস্ত দুই ডিলার লায়েস ও নজরুল। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম বলেন, আবুল হোসেন এমনিতেই সাজাপ্রাপ্ত বলে পলাতক থাকে, তাকে আটক করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় পুলিশ তল্লাশি চালাচ্ছে। অন্য মাদক ব্যবসায়ীদের আটক করতে শীঘ্রই চিরুনি অভিযান চালানো হবে।
×