ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকা-কালাইয়া নৌরুটে লঞ্চ একটি ফিটনেস ও আনসার নেই ॥ যাত্রী দুর্ভোগ

প্রকাশিত: ০৬:২০, ১১ ডিসেম্বর ২০১৪

ঢাকা-কালাইয়া নৌরুটে লঞ্চ  একটি ফিটনেস ও আনসার নেই ॥ যাত্রী দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ ডিসেম্বর ॥ কালাইয়া-ঢাকা নৌরুটের একটি মাত্র দোতলা লঞ্চ চলাচল করায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। গত এক মাস ধরে এ রুটে একটি মাত্র দোতলা লঞ্চ চলাচল করছে। তাও আবার ফিটনেস নেই। নাম পরিবর্তন করে চলছে। জানা গেছে, প্রতিদিন এ রুটে ঢাকা সদরঘাট থেকে কালাইয়া পর্যন্ত দুটি এবং কালাইয়া থেকে ঢাকা সদরঘাট পর্যন্ত দুটি দোতলা লঞ্চ চলাচল করত। এর মধ্যে গত এক মাস ধরে মশিরুন খান নামের একটি দোতলা লঞ্চের চলাচল বন্ধ হয়ে যায়। আল ওয়ালিদ নামের একটি লঞ্চ চলাচল করছে। লঞ্চটির ফিটনেস নেই। আগে নাম ছিল রাজদূত-১ বর্তমানে সেটি আল ওয়ালিদ নামে চলছে। এ লঞ্চে কোন আনসার নেই। আর এ ঘাটে অন্য কোন লঞ্চ না থাকায় যাত্রীরা বাধ্য হয়ে ওই লঞ্চে যাতায়াত করছেন। এ লঞ্চে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বেড়েছে। যাত্রীরা নগদ টাকাসহ মূল্যবান মালামাল হারাচ্ছেন। কালাইয়া বন্দরের কয়েক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ঘাট দিয়ে প্রতিদিন ব্যবসায়ীসহ কয়েক হাজার যাত্রী ঢাকা যাতায়াত করেন। এ নৌরুটে মশিরুন খান লঞ্চটির চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা দারুণ দুর্ভোগে পড়েছেন। তাই অনেক যাত্রীরা কালাইয়া ঘাটের পরিবর্তে নুরাইনপুর অথবা বগা ঘাট দিয়ে লঞ্চে যাতায়াত করছেন।
×