ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগেরহাটে কীটনাশকমুক্ত টমেটো চাষে সাফল্য

প্রকাশিত: ০৬:২০, ১১ ডিসেম্বর ২০১৪

বাগেরহাটে কীটনাশকমুক্ত  টমেটো চাষে  সাফল্য

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের বিভিন্ন এলাকায় রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার না করে শীতকালীন উচ্চ ফলনশীল টমেটো চাষ করে কৃষক ব্যাপক সাফল্য পাচ্ছেন। অনেকেই পতিত জমিতে মাছ চাষের পাশাপাশি এখন আগাম শীতকালীন হাইব্রিড জাতের টমেটো চাষ করছেন। ঘেরের আইলেও অন্যান্য সবজির পাশাপাশি ব্যাপকভাবে টমেটোর চাষ হচ্ছে। লাভ ভাল হওয়ায় টমেটো চাষ করে অনেকেই ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের বলবপুর এলাকায় কৃষক চিত্তরঞ্জন বিশ্বাস জানান, তার দুই বিঘা জমিতে ধান না হওয়ায় অন্যের বাড়িতে কাজ করে অতিকষ্টে সংসার চালাতে হতো। অভাবের তাড়নায় এক এনজিও কর্মীর পরামর্শে তিনি এ জমির চারপাশে উঁচু বেড়িবাঁধ নির্মাণ করে মাছচাষ শুরু করেন। মাছ চাষে নানা প্রতিকূলতা সৃষ্টি হওয়ায় মৎস্য ঘেরের পাড়ে বা আইলে বিভিন্ন সবজি চাষ করেন। ২০১২ সালে ইউনিয়ন সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবুবক্কার সিদ্দিকীর পারামর্শে উচ্চফলনশীল জাতের টমেটো, শিম, বাঁধা ও খিরাই চাষ শুরু করেন। এ বছর আগাম শীতকালীন হাইব্রিট জাতের টমেটোসহ অন্যান্য সবজি চাষ করে খরচ বাদে লক্ষাধিক টাকা উপার্জন করেছেন। তার দেখাদেখি একই এলাকার গুরুপদ বিশ্বাস, শশাঙ্ক রায়, ভুবন বিশ্বাস, বিজন বিশ্বাসসহ বিভিন্ন কৃষক বলবপুর গ্রামের মানুষপুড়া বিল ও বোয়ালমারী বিলে উপরোক্ত সবজির চাষ করেছেন। অন্য বছরের তুলনায় এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে বলে তারা জানান।
×