ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ত্রিশালে জঙ্গী ছিনতাই মামলায় ৫ জঙ্গীর ৩ দিনের রিমান্ড

প্রকাশিত: ০৬:১৮, ১১ ডিসেম্বর ২০১৪

ত্রিশালে জঙ্গী ছিনতাই মামলায় ৫ জঙ্গীর ৩  দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ত্রিশালে জঙ্গী ছিনতাইয়ের আলাদা দুটি মামলায় জেএমবির মহিলা সদস্য ফাতিমাসহ ৫ জঙ্গীকে ৩ দিনের রিমান্ড দিয়েছে ময়মনসিংহ আদালত। সিআইডি ১০ দিনের রিমান্ড চেয়ে বুধবার ময়মনসিংহের ৪ নম্বর আমলি আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে নেয়া জেএমবির জঙ্গীরা হচ্ছে ফাতিমা বেগম, জাকারিয়া, রাসেল, আল আমিন ও সৈয়দ জিয়াউল হক। সিআইডি ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার সফিক উল্লাহ জানান, ত্রিশালে পুলিশের প্রিজনভ্যানে গুলি করে জেএমবির জঙ্গীদের ছিনতাইসহ ২টি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি-ঢাকার একটি দল জঙ্গীদের রিমান্ডে নিয়েছে।
×