ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অনাদরে ‘রাজসিক’

প্রকাশিত: ০৬:০৭, ১১ ডিসেম্বর ২০১৪

অনাদরে ‘রাজসিক’

রাজধানী শাহবাগের রূপসী বাংলা হোটেলের মোড়ে ভাস্কর মৃণাল হকের নান্দনিক ভাস্কর্য ‘রাজসিক’। প্রাচীন বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে ঢাকার নবাব আহসান উল্লাহর তৎকালীন ব্যবহৃত ঘোড়ার গাড়ির আদলে এটি তৈরি করা হয়েছে ২০০৭ সালের ১৬ ডিসেম্বর। ব্যস্ত মহানগরীর রাজপথে অসংখ্য বাস ও প্রাইভেটকারের মাঝে একজন ঘোড়ার গাড়ির চালককে দেখা যায় প্রায় ৭ ফুট উঁচু এ ভাস্কর্যটিতে। এটি প্রতিদিনই হাজার হাজার পথচারীকে মুগ্ধ করে আসছে। বিদেশী পর্যটকরাও আমাদের ঐতিহ্য সম্পর্কে অবগত হতে পারছেন। তবে কর্তৃপক্ষের অবহেলা ও অনাদরে সম্প্রতি ভাস্কর্যটির গায়ে ধুলা-ময়লা জমে তা প্রায় বিবর্ণ আকার ধারণ করেছে। মনে হচ্ছে জাতীয় ঐতিহ্যের পরিচায়ক এ ভাস্কর্যটি যেন দেখার কেউ নাই। বুধবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী কে এইচ জসিম।
×