ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্লাটারের সমালোচনায় প্লাতিনি

প্রকাশিত: ০৫:৫৬, ১১ ডিসেম্বর ২০১৪

ব্লাটারের সমালোচনায় প্লাতিনি

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা সভাপতি সেপ ব্লাটারের কড়া সমালোচনা করেছেন উয়েফা প্রধান ও সাবেক ফরাসী তারকা মিশেল প্লাতিনি। মঙ্গলবার এক সাক্ষাতকারে প্লাতিনি বলেন, ফিফা সভাপতির পদ থেকে ব্লাটারের সরে দাঁড়ানো উচিত। সে ফিফাকে খুব খারাপ অবস্থায় নিয়ে গেছে। ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার প্লাতিনি অভিযোগ করে বলেন, ব্লাটারের আমলে ফিফা বেশ কয়েক বছর ধরে দূর্নীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এজন্য তার সরে দাঁড়ানো উচিত। নতুন কারও এ পদে আসা উচিত। তিনি আরও বলেন, ১৯৯৮ সালে আমি তাকে সমর্থন করেছিলাম। পাঁচ মেয়াদ পর এখন সময় এসেছে নতুন কোন ব্যক্তির এই পদ গ্রহণের। ফিফাকে সে এমন পর্যায়ে নিয়ে গেছে যাতে তার নিজেরই এই পদ থেকে সড়ে দাঁড়ানো উচিত। ১৯৯৮ সালে প্রথমবারের মত ফিফা প্রেসিডেন্টের দায়িত্ব পান ব্লাটার। সাফল্যের সঙ্গে প্রথম মেয়াদ অতিবাহিত করার পর পরবর্তীতে আবারও ফিফা প্রধান হন সুইস এই পন্ডিত। এবার আবারও ২০১৫ সালের জন্য প্রার্থীতা ঘোষণা করেছেন ব্লাটার। আগামী বছরের ফিফা নির্বাচনে ব্লাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ৭৮ বছর বয়সী জেরম শামপাগনে।
×