ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুসলিম বুদ্ধিজীবীদের আহ্বান মোদি সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন

প্রকাশিত: ০৩:৪৬, ১১ ডিসেম্বর ২০১৪

মুসলিম বুদ্ধিজীবীদের আহ্বান মোদি সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন

ভারতে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলার জন্য আলেম ও ইমামদের মঙ্গলবার মুসলিম বুদ্ধিজীবী ও ধর্মীয় নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন। রাজধানী ও এর পার্শ্ববর্তী রাজ্যে বসবাসরত মুসলিম তারা এই আহ্বান জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। মুফতি ওয়াজহাত আলী কাসমি বলেছেন, মোদি সরকারের ‘সবকা সাথ সবকা বিকাশ’ কর্মসূচী রয়েছে। এছাড়া দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে চলেছে তখন সরকারের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলাটা মুসলিম কমিউনিটির জন্য লাভজনক হবে না। সাবেক রাজ্যসভা সদস্য সাবির আলী বলেছেন, ভারতের ২৫ কোটি মুসলিমের কাছে পৌঁছানোর যে নীতি মোদি সরকার গ্রহণ করেছে তা বাস্তবায়ন করতে সহায়তা করাই তাদের এই সমাবেশের লক্ষ্য। সমাবেশে প্রায় ৪শ’ কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন। ‘তথা কথিত’ ধর্মনিরপেক্ষ কংগ্রেস ও আঞ্চলিক দলগুলোর সমালোচনা করে আলী বলেন, এই দলগুলো মুসলিম কমিউনিটির মধ্যে অযথা ভীতি সঞ্চার করেছে। অন্যদিকে মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত মুসলিমদের স্বার্থ হানিকর কিছু করেনি। আলী উদাহরণ দিয়ে বলেন, কেন্দ্রীয় সরকারের এক মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের জন্য সম্প্রতি মোদি তাকে দুঃখপ্রকাশ করতে বাধ্য করেছেন। আলী বলেন, মোদির এই পদক্ষেপকে আমাদের বিবেচনা করে দেখা উচিত। কাসমি বলেন, দিল্লীর টালকাটোরা স্টেডিয়ামে তাদের পরবর্তী সমাবেশটি অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে ১৫ হাজারের বেশি কমিউনিটি নেতা অংশগ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। কংগ্রেসের মতো দলগুলো ধর্মনিরপেক্ষতাকে পুঁজি করে মুসলিমদের কেবল ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছে বলে কাসমি অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক নয় বরং কিছু কিছু রাজনৈতিক দল মুসলিমদের সামনে একে সাম্প্রদায়িক দল হিসেবে চিত্রিত করছে। কাসমি মুসলিমদের সতর্ক করে দিয়ে বলেন যে, ওই দলগুলোর শিখ-ী হিসেবে ব্যবহৃত হওয়া তাদের উচিত হবে না। তিনি বলেন, শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়ন আমাদের গণতান্ত্রিক অধিকার। এই অধিকারগুলো যে দল পূরণ করতে সহায়তা করবে তাদেরকে আমরা সমর্থন করব। কাসমির কথায় কংগ্রেস ৬৭ বছর ধরে দেশ শাসন করেছে। তারা মুসলিমদের দাঙ্গা ও ক্ষুধা ছাড়া আর কিছুই দিতে পারেনি।
×