ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাবমেলা শুরু হচ্ছে কাল

প্রকাশিত: ০৩:৩৮, ১১ ডিসেম্বর ২০১৪

গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাবমেলা শুরু  হচ্ছে কাল

স্টাফ রিপোর্টার ॥ দেশের লাখো কোটি মোবাইল ফোন ব্যবহারকারীর আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট সম্পর্কে ধারণা পেতে ও কেনার সুযোগ করে দিতে শুক্রবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী। তিনি জানান, ৩ দিনব্যাপী এ মেলা ১২ ডিসেম্বর (শুক্রবার) শুরু হয়ে চলবে ১৪ ডিসেম্বর রবিবার পর্যন্ত। মেলা সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ২০ টাকা। তবে স্কুল শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় অথবা আইডিকার্ড প্রদর্শন করলে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। এক্সপো মেকারের আয়োজনে স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে দেশে এটি তৃতীয় প্রদর্শনী। মেলার টাইটেল স্পন্সর মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন লিমিটেড ও কো-স্পন্সর থাকছে ওকাপিয়া, ম্যাক্সিমাস, লেনোভো, স্যামসাং ও সিম্ফনি। এছাড়া টিকেট বুথ স্পন্সর থাকছে এডাটা। এসব ব্র্যান্ড ছাড়াও ৫ টি প্যাভিলিয়ন, ৫ টি মিনিÑপ্যাভিলিয়ন ও ১১টি স্টলে প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে ওকাপিয়া, ম্যাক্সিমাস, এসার, মাইসেল, জিওমি, এডাটা, আরএনটেক, এইচটিএস, ডিএক্স জেনারেশন, প্রেস্টিজিও, গ্যাজেটে গ্যাং, সেভেনসহ নামিদামী ব্র্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান। ১২ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দর্শক-ক্রেতার জন্য মেলা উন্মুক্ত করে দেয়া হবে। মেলার শেষদিন ১৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক্সপো মেকার ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) আয়োজনে হবে বিশেষ সংলাপ ‘কেমন ইন্টারনেট চাই’। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো ক্রেতার জন্য বিশেষ উপহার ও ছাড় দেবে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন। মেলা আকর্ষণীয় করতে সর্বশেষ প্রযুক্তি ও মডেলের ডিভাইস প্রদর্শনীর পাশাপাশি, বিভিন্ন আয়োজন থাকছে। বরাবরের মতো এবারও মেলায় বিশেষ ছাড় থাকছে। মেলায় আসুসের পক্ষ থেকে প্রতিটি পণ্যের সঙ্গে ক্রেতাকে বিশেষ উপহার দেবে, লেনোভো’ ১২ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে ৬টি ভিন্ন ধরনের ট্যাব আনবে। হুয়াই’র ক্রেতার জন্য মেলায় ২০ ভাগ ছাড় দেব। মেলা উপলক্ষে ‘গেজ দ্যা স্মার্টফোন কনটেস্ট’ নামে ফেসবুকে একটি প্রতিযোগিতা শুরু হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন সিম্ফনির ডিরেক্টর রেজওয়ানুল হক ও মেলার প্রধান আয়োজক মোহাম্মদ খান প্রমুখ।
×