ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাংবাদিকদের সত্যের পক্ষে থাকতে হবে ॥ ভিসি আরেফিন

প্রকাশিত: ০৭:২২, ১০ ডিসেম্বর ২০১৪

সাংবাদিকদের সত্যের পক্ষে থাকতে হবে ॥ ভিসি আরেফিন

স্টাফ রিপোর্টার ॥ দেশের সংবাদপত্রের তিনটি পক্ষ রয়েছে। সাংবাদিকদেরকে সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। সত্য সাংবাদিকতা নিরপেক্ষভাবে গ্রহণযোগ্য করে সবার কাছে পৌছানোর জন্য সঠিক পথ ব্যবহার করতে হবে। অন্যথায় সংবাদপত্র পেশা হুমকির মুখে পড়বে। শুধুমাত্র সত্য প্রতিষ্ঠার জন্য দেশের অনেক সাংবাদিক প্রাণ দিয়েছেন। আপনাদেরকেও তাদের পথ অনুসরণ করা উচিত। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও আজও দেশের সংবাদপত্র ও সাংবাদিকরা স্বাধীন হতে পারেনি। একবিংশ শতাব্দিতে এসেও আজও আমরা গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছি। তা সাংবাদিক কিংবা মালিকপক্ষের স্বাধীনতা। কিন্তু এ অবস্থা হচ্ছে তা উদঘাটন করতে হবে সংবাদপত্রের মালিক ও সাংবাদিকদেরকেই। সরকারকে ভাবতে হবে সংবাদপত্রের পরিপূর্ণ স্বাধীনতা নিয়ে। মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইনস্টিটিউট অব কমিউনিকেশন্স স্টাডিজ (আইসিএস) আয়োজিত সাংবাদিকদের কর্মক্ষেত্রে মানোন্নয়ন ও নিরাপত্তা শীর্ষক এক সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। সমাবেশে সাংবাদিকরা বলেন, আমরা মানবাধিকার রক্ষায় বিশেষ ভূমিকা রাখছি অথচ আমাদের মানবাধিকার কোথায় ? বিশ্বজুড়ে কর্মক্ষেত্রেও নানাভাবে আমরাই নিগৃহীত ও অধিকার বঞ্চিত। সাংবাদিকদের ঝুঁকি মোকাবেলা ও মর্যাদা রক্ষার প্রথম দায়িত্ব তার নিজের। প্রত্যেক সাংবাদিককেই তাদের নিজের বিবেকবোধ থেকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সাংবাদিকরা কতটুকু দায়িত্বশীল হবেন তা তাকেই নির্ধারণ করতে হবে। নয়তো সাংবাদিক হিসেবে আমাদের অস্তিত্ব সঙ্কটে পড়তে হবে। বিশেষ করে নারী সাংবাদিক হিসেবে সমস্যা আরও প্রকট হয়ে পড়ে। সাংবাদিকরা অভিযোগ করেন যে মালিকরা সাংবাদিকদের তাদের যে কোন সংবাদের জন্য বিনা নোটিশে ছাটাই করে দেয় । যা অবশ্যই বন্ধ করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এ পেশায় কেউ আসতে আগ্রহী হবে না। সরকারকে এ বিষয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়। শামীম আরা শিউলির সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক পারভেজ খান, সুমি খান, নাদিরা কিরণ, আঙ্গুর নাহার মন্টি, জুলফিকার আলী মানিক।
×