ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলের আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৫:১৯, ১০ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশ স্টিল রি-রোলিং  মিলের আইপিও  অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। কোম্পানিটি বাজার থেকে ৬১ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করবে। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৩তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের প্রতিটি সাধারণ শেয়ার ৩৫ টাকা করে আইপিওর মাধ্যমে ইস্যু করার অনুমোদন দেয়া হয়েছে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে অতিরিক্ত ২৫ টাকা প্রিমিয়াম নেবে। কোম্পানিটি বাজারে ১ কোটি ৭৫ লাখ সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে ৬১ কোটি ২৫ লাখ টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে অনগোয়িং এক্সপানশন/বিএমআরই, ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করা হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, কোম্পানিটির ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের নিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫.০৬ টাকা। নেট সম্পদ মূল্য (এনএভি পুনঃমূল্যায়ন করা) ৫২.০৯ টাকা। উল্লেখ্য, এ কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এ্যালায়েন্স ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।
×