ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিটিএলকে ‘ক্রেজি বাট ফান’ বললেন ফেড এক্সপ্রেস

ভারতে সানিয়ার পাশে উদ্বেলিত ফেদেরার

প্রকাশিত: ০৫:৩২, ৯ ডিসেম্বর ২০১৪

ভারতে সানিয়ার পাশে উদ্বেলিত ফেদেরার

স্পোর্টস রিপোর্টার ॥ রবিবার ভোরে ভারতে এসে পৌঁছান। আর বিকেলেই কোর্টে নামেন টেনিসের জীবন্ত কিংবদন্তি রজার ফেদেরার। প্রথম দিনেই নিজের দল ইন্ডিয়ান এ্যাশেসের হয়ে খেলেন পর পর তিনটি ম্যাচ। আর তিনটিতেই সহজ জয়। এখানে এসে ক্লান্তিকে দূর করে দুর্দান্ত খেলে প্রমাণ করলেন কেন তিনি বিশ্ব টেনিসের অসামান্য একজন। আর ভারতে প্রথমবারের মতো খেলতে এসে আবেগাপ্লুত রজার ফেদেরার। সুইজারল্যান্ডের এই টেনিস তারকা রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এখানে খেলতে পারাটা সত্যিই আনন্দের। বিশ্বের বিভিন্ন দেশে খেলার অভিজ্ঞতা থাকলেও ভারতীয় টুর্নামেন্ট আইপিটিএল (আন্তর্জাতিক টেনিস প্রিমিয়ার লীগ) খেলতে এবারই প্রথম এসেছেন সুইস এই টেনিস সেনশেসন। আর বিশ্বের অন্য স্থানের মতো ভারতেও লক্ষ্য সমর্থকের উষ্ণ অভ্যর্থনাই লাভ করেছেন ফেদেরার। রবিবার প্রথমবারের মতো শুরু হওয়া ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লীগ (আইপিটিএল) এর তৃতীয় লেগে ইন্ডিয়ান এ্যাশেসের হয়ে সিঙ্গাপুর সø্যামার্সের বিপক্ষে খেলার মাধ্যমে ভারতীয় কোর্টে প্রথমবারের মতো খেলার অভিজ্ঞতা লাভ করেন ফেদেরার। ২৬-১৬ পয়েন্টে তার দল জয়ী হয়। আর এর মাধ্যমে হাজারও সমর্থক ফেদেরার ম্যাচ স্টেডিয়ামে উপস্থিত হয়ে সরাসরি উপভোগ করার সুযোগ পান। নতুন দেশে এসে নতুন এই অভিজ্ঞতা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ফেদেরার বলেছেন, ‘ভারতে খেলতে আসা সত্যিই বিশেষ কিছু। আমি বিশ্বের অনেক স্থানে খেলেছি। কিন্তু এখানে প্রথমবারের মতো খেলার অভিজ্ঞতা অন্যরকম। ভারত পৃথিবীর অন্যতম বড় একটি দেশ। এখানকার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি উল্লেখযোগ্য। বিশেষ করে ভারতীয় ক্রীড়াঙ্গন অনেক সমৃদ্ধ। এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। আশা করছি এখানকার দর্শকও আমাকে ভালভাবেই গ্রহণ করবে। ভারতে টেনিসের বেশ সম্ভাবনা আছে। এখান থেকে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় বেরিয়েছে। তাই এমন একটি দেশে খেলতে আসতে পেরে আমি দারুণ আনন্দিত।’ আইপিটিএল ধারণা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রজার ফেদেরার বলেন, ‘আমি প্রথম থেকেই আইপিটিএল উপভোগ করছি। ইন্ডিয়ান এ্যাশেসের খেলা বিশেষভাবে নজর কুড়িয়েছে। স্কোরগুলো রাখার চেষ্টা করছি। কোর্টে নামার আগে আমি প্রথমে এর ফরম্যাট সম্পর্কে বোঝার চেষ্টা করছি। কারণ এখানকার আইনকানুন কিছুটা পরিবর্তিত। তাই খেলতে নামার আগে সেগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। টেনিসে সবকিছুই বেশ গুরুত্ব সহকারে এবং পেশাদারী মনোভাব নিয়ে দেখা হয়। আইপিটিএল সেই ধরনেরই একটি উপভোগ্য টুর্নামেন্ট। এখানে খেলোয়াড়রাও বেশ আনন্দ পাচ্ছে। এখানে বেশ কয়েকজন শীর্ষসারির খেলোয়াড় খেলতে এসেছেন। যাতে করে এর গুরুত্ব আরও বেড়েছে। এশিয়ার মতো বড় একটি মহাদেশে এই ধরনের টুর্নামেন্ট বেশ সফল হবে।
×