ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মেসি-রোনাল্ডো সেয়ানে সেয়ানে লড়াই

প্রকাশিত: ০৫:২৯, ৯ ডিসেম্বর ২০১৪

মেসি-রোনাল্ডো সেয়ানে সেয়ানে লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ২৩, লিওনেল মেসি ২১। গোলকধাঁধার কিছু নেই! সংখ্যা দুটি সময়ের দুই মহাতারকার হ্যাটট্রিক কীর্তি। গত শনিবার সেল্টা ডি ভিগোর বিরুদ্ধে তিন গোল করে স্পানিশ লা লিগায় সর্বোচ্চ ২৩ হ্যাটট্রিকের গৌরবগাথা রচনা করেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। একদিন পর রবিবারই চিরপ্রতিদ্বন্দ্বীর হ্যাটট্রিকের জবাব হ্যাটট্রিকে দিলেন বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার। এদিন এস্পানিওলের বিরুদ্ধে বার্সিলোনার ৫-১ গোলের জয়ে অনবদ্য হ্যাটট্রিক করেন মেসি। এই কীর্তি গড়ে একদিক দিয়ে রোনাল্ডোকে ছাড়িয়ে গেছেন বার্সা ডায়মন্ড। সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে লা লিগার হ্যাটট্রিকের দ্বৈরথে এগিয়ে বর্তমান ফিফা সেরা ফুটবলারই। রোনাল্ডোর ২৩ হ্যাটট্রিকের বিপরীতে মেসির হ্যাটট্রিক ২১টি। আর বার্সিলোনার হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি মেসির ২৯তম হ্যাটট্রিক। বিগত কয়েক বছর সবসময় গোলের লড়াইয়ের মধ্যে থাকা দুই সুপারস্টার এবার মজেছেন হ্যাটট্রিকের লড়াইয়ে। সঙ্গতকারণেই মেসি-রোনাল্ডোর বন্দনায় এখন ফুটবলবিশ্ব। আর একে অপরকে ছাড়িয়ে যাওয়ার দ্বৈরথের কারণে ধারণা করা হচ্ছে এবারও ফিফা বর্ষসেরার লড়াইটা হবে রিয়াল ও বার্সা তারকার মধ্যে। বিগত কয়েক মৌসুম ধরেই ব্যক্তিগত দ্বৈরথ চলছে মেসি ও রোনাল্ডোর মধ্যে। বার্সিলোনার হয়ে আর্জেন্টাইন জাদুকর ও রিয়াল মাদ্রিদের হয়ে পর্তুগীজ প্রাণভোমরা প্রদর্শন করে চলেছেন নয়নাভিরাম ধারাবাহিক পারফর্মেন্স। তবে বছর শেষে পারফর্মেন্সের হিসেব কষলে বরবারই সেরার আসনে অধিষ্ঠিত হতে দেখা গেছে মেসির। অবশেষে এই জ্বালাটা গত বছর জুড়ান রোনাল্ডো। মেসিকে টপকে ফিফা সেরা হন সি আর সেভেন। চলমান নতুন মৌসুমেও একই অবস্থা। ধুন্ধুমার ব্যক্তিগত লড়াই হচ্ছে দুজনের মধ্যে। একজন আজ কোন রেকর্ড গড়ছেন তো অন্যজন পরের দিনই অনন্য গৌরবগাথা রচনা করছেন। এককথায় সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে সময়ের দুই সেরা সুপারস্টারের মধ্যে। গত ২২ নবেম্বর লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে তিন গোল করেছিলেন মেসি। এর তিনদিন পর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে সাইপ্রাসের ক্লাব এ্যাপোয়েল নিকোশিয়ার জালেও তিন গোল করেন আর্জেন্টাইন অধিনায়ক। এই দুই হ্যাটট্রিকে তিনি যথাক্রমে ভাঙ্গেন স্প্যানিশ লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগের সর্বোচ্চ গোলের রেকর্ড। নতুন মৌসুমের শুরুর দিকে মেসিকে ঠিক অচেনা লাগছিল! কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী রোনাল্ডো ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। অবশেষে জড়তা ভেঙ্গে সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার পাশাপাশি রোনাল্ডোকেও ছাড়িয়ে যাওয়ার পথে আছেন মেসি। দুর্দান্ত ধারাবাহিক পারফর্মেন্সের কারণে এখন মেসি বন্দনায় ব্যস্ত সবাই। ক্ষুদের জাদুকরের কাছে প্রত্যাশাও বেড়ে গেছে কোচ, সতীর্থ, ভক্ত-সমর্থকদের। বার্সিলোনা কোচ লুইস এনরিকে বলেন, আপনি আপনার দলের সেরা খেলোয়াড়ের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে চাইবেন। আমরা চাই, মেসি দলকে আরও দিক আর সেটা শুধু আক্রমণভাগেই নয়। আমরা খেলায় তার সর্বোচ্চ অংশগ্রহণ চাই এবং এটা দলের জন্য গুরুত্বপূর্ণ। বার্সিলোনার হয়ে লা লিগায় ২৯১ ম্যাচে ২৫৬ গোল এখন মেসির। মেসির এমন জাদুকরী পারফর্মেন্সের পর তাকে কিংবদন্তি বলতে দ্বিধা করলেন না প্রতিপক্ষ এস্পানিওল কোচ। তিনি বলেন, মেসির সম্পর্কে এবং সে কি করতে পারে, আমরা সব জানি। সে একজন ফুটবল কিংবদন্তি হবে। তার মতো একজন খেলোয়াড় পাওয়া বার্সিলোনার জন্য অনেক সুবিধার। সতীর্থ জেরার্ড পিকে বলেন, মেসিকে বর্ণনা করার জন্য কোন শব্দ নেই। সে আমাদের অনেক কিছু দিয়েছে। আমি আবারও বলছি, সে আমাদের জন্য যা করেছে তা বর্ণনা করার মতো কোন শব্দ নেই। মেসির বন্দনায় যেমন শব্দ খুঁজে পাননি পিকে তেমনি রোনাল্ডোর প্রশংসায়ও শব্দ খুঁজে পাননি সার্জিও রামোস। রিয়াল ডিফেন্ডার বলেন, রোনাল্ডোকে বর্ণনা করতে ‘নতুন শব্দ’ তৈরি করতে হবে।
×