ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবদুল গাফ্ফার চৌধুরী এখন ঢাকায়

প্রকাশিত: ০৫:২৭, ৯ ডিসেম্বর ২০১৪

আবদুল গাফ্ফার চৌধুরী এখন ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥ খ্যাতনামা সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী এখন ঢাকায় অবস্থান করছেন। তিনি সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সরাসরি লন্ডন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান- সাবেক সচিব রাশিদুল হক নবাসহ তাঁর শুভানুধ্যায়ী,আত্মীয়স্বজন ও বিপুলসংখ্যক ভক্তবৃন্দ। অমর একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা, সাংবাদিকতা ও সাহিত্য-সংস্কৃতি জগতের জীবন্ত কিংবদন্তি আবদুল গাফ্ফার চৌধুরী আশি বছর অতিক্রম করে একাশিতে পা দিচ্ছেন। আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় একটি জাতীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বিমানবন্দরে সাংবাদিকদের জানানো হয়েছে, আবদুল গাফ্ফার চৌধুরী এই সংবর্ধনায় উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় সংবর্ধনা কমিটির সভাপতি এমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। কমিটির আহ্বায়ক যৌথভাবে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের মহাপরিচালক মোনায়েম সরকার। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিকেল ৩টায় এই জাতীয় সংবর্ধনা শুরু হবে।
×