ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এসএমই ঋণ বিতরণ কমেছে

প্রকাশিত: ০৪:২০, ৯ ডিসেম্বর ২০১৪

এসএমই ঋণ বিতরণ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের তৃতীয় প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ঋণ বিতরণ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরে জুলাই-সেপ্টেম্বর সময়ে এসএমই খাতে ঋণ বিতরণ করা হয়েছে ১৭ হাজার ৬২৪ কোটি ৯৮ লাখ টাকা। এর আগের তিন মাসে (এপ্রিল-জুন) ঋণ বিতরণ করা হয় ২৫ হাজার ২৫৫ কোটি ৪ লাখ টাকা। ওই হিসেবে দ্বিতীয় প্রান্তিকের চেয়ে তৃতীয় প্রান্তিকে ঋণ বিতরণ ৩১ দশমিক ৩২ শতাংশ কম হলেও আগের বছরের তুলনায় বেড়েছে। ২০১৪ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) মোট ৭২ হাজার ৬২ কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩৫ শতাংশ বেশি। আর লক্ষ্যমাত্রার হিসাবে এই নয় মাসে ৮০ দশমিক ৯৪ শতাংশ এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। ২০১৪ সালে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয় ৮৯ হাজার ৩০ কোটি ৯৪ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসএমই খাতে ৬২ হাজার ৪৭২ কোটি ৫৪ লাখ টাকা ঋণ বিতরণ হয়। গত সেপ্টেম্বর ত্রৈমাসিকে সেবা খাতে ঋণ বিতরণ করা হয় ৮ হাজার ৮৮৮টি প্রতিষ্ঠানের বিপরীতে ১ হাজার ৯৮৩ কোটি ৯০ লাখ টাকা, যা মোট বিতরণের ৭ দশমিক ৯৫ শতাংশ। ব্যবসা খাতে এক লাখ ৬ হাজার ১৭১টি প্রতিষ্ঠানে কাছে ১৫ হাজার ৬৪১ কোটি ৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা মোট বিতরণের ৬২ দশমিক ৬৮ শতাংশ। দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) কর্তৃক ‘সেরা বার্ষিক আর্থিক প্রতিবেদন ২০১৩’ এর জন্য সম্প্রতি ‘সার্টিফিকেট অব মেরিট’ পুরস্কার পেল পূবালী ব্যাংক লিমিটেড। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপির কাছ থেকে ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল আহমদ চৌধুরী
×