ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃত ঘোষণার ৮ ঘণ্টা পর কেঁদে উঠল নবজাতক

প্রকাশিত: ০৪:৪৯, ৮ ডিসেম্বর ২০১৪

মৃত ঘোষণার ৮ ঘণ্টা পর কেঁদে উঠল নবজাতক

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পুত্রসন্তান এক নবজাতককে চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণার আট ঘণ্টা পর দাফনের আয়োজনে সময় কেঁদে উঠার ঘটনা নিয়ে নীলফামারীর ডিমলায় তোলপাড় সৃষ্টি করেছে। রবিবার দুপুরে এ ঘটনায় এলাকায় ক্ষিপ্ত হয়ে ডিমলা হাসপাতাল ঘেরাও এবং বিক্ষোভ করে। শনিবার রাত সোয়া ৯টায় প্রসব বেদনা নিয়ে ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট গ্রামের রাশেদুল ইসলামের স্ত্রী শামিমা আখতার হাসপাতালে ভর্তি হয়। রাত সাড়ে ৩টার দিকে স্বাভাবিকভাবে ওই গৃহবধূ পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু নবজাতকটি মৃত বলে হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডাক্তার হামিদুল্লাহ ঘোষণা দিয়ে ছাড়পত্র প্রদান করেন। রবিবার সকালে নবজাতকটি নিয়ে পরিবারের লোকজন নিজ বাড়িতে গিয়ে দাফনের প্রস্তুতি নেয়। বেলা ১২টার দিকে গোসলের পর দাফনের ব্যবস্থা করা হয়। এসময় নবজাতকটি চিৎকার করে কেঁদে উঠলে চারদিকে শোরগোল পড়ে যায়।
×