ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বেলা অবেলা সারাবেলা’ অনুষ্ঠানে জয় গোস্বামী

প্রকাশিত: ০৫:২৮, ৬ ডিসেম্বর ২০১৪

‘বেলা অবেলা সারাবেলা’ অনুষ্ঠানে জয় গোস্বামী

স্টাফ রিপোর্টার ॥ দেশটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘বেলা অবেলা সারাবেলা’। অনুষ্ঠানে এবারের পর্বের অতিথি হয়ে আসছেন কবি জয় গোস্বামী। অনুষ্ঠানটি বরাবরের মতোই উপস্থাপনায় রয়েছেন আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানটি আজ শনিবার রাত ৯-৪৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে। অনুষ্ঠানে আজকের অতিথি তাঁর যাপিত জীবনের বিভিন্ন কথা তুলে ধরবেন। এছাড়াও থাকবে অতিথির বিগত দিনের সব কাজ, বর্তমান অবসরের ফুটেজ, তারকার কাছের মানুষদের মন্তব্য। প্রসঙ্গত, কবি জয় গোস্বামীর জন্ম ১৯৫৪ সালের ১০ নভেম্বর। একজন প্রখ্যাত বাঙালী কবি এবং সাহিত্যিক। তার জন্ম কলকাতা শহরে। ছোটবেলায় তাঁর পরিবার রানাঘাটে চলে আসে। তখন থেকেই তাঁর স্থায়ী নিবাস সেখানে। তাঁর পিতা রাজনীতি করতেন, তাঁর হাতেই জয় গোস্বামীর কবিতা লেখার হাতেখড়ি। ছয় বছর বয়সে তাঁর পিতার মৃত্যু হয়। তাঁর মা শিক্ষকতা করে তাঁকে লালন পালন করেন। মা ছিলেন রানাঘাট লালগোপাল স্কুলের প্রধান শিক্ষিকা। কবি প্রথাগত শিক্ষার ফাঁস ছিঁড়ে বেরিয়ে এসেছিলেন স্কুলের ১১ ক্লাস পড়তে পড়তেই। তাঁর প্রথম কবিতা ‘সিলিং ফ্যান’। প্রথম কবিতা প্রকাশিত হয় তিনটি লিটল ম্যাগাজিন ‘সীমান্তে সাহিত্য’, ‘পদক্ষেপ’ এবং ‘হোম শিখা’। ১৯৭৬ সালে তাঁর কবিতা দেশ পত্রিকায় প্রথম বার ছাপা হয়। পরে তিনি ওই পত্রিকাতেই একজন সম্পাদক হিসেবে যোগ দেন। তিনি ১৯৮৯ সালে কাব্যগ্রন্থ ‘ঘুমিয়েছ ঝাউপাতা’র জন্য আনন্দ পুরস্কারে ভূষিত হন। ১৯৯৭ সালে ভূষিত হন বাংলা একাডেমি পুরস্কারে ‘বজ্র বিদ্যুত ভর্তি খাতা’র জন্য। সাহিত্য একাডেমি পুরস্কার পান ‘পাগলী তোমার সঙ্গে’র জন্য। তাঁর লেখা উপন্যাসের মধ্যে ‘মনোরমার উপন্যাস’, ‘সেই সব শেয়ালেরা’, ‘সুড়ঙ্গ ও প্রতিরক্ষা’ ইত্যাদি।
×