ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ছটমহল বিনিময়ে মমতা রাজি

প্রকাশিত: ০৭:৩৪, ৫ ডিসেম্বর ২০১৪

ছটমহল বিনিময়ে মমতা রাজি

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত ছিটমহল সমস্যার সমাধানে ইতিবাচক সাড়া দিলেন। মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি প্রকাশ্য এক অনুষ্ঠানে ছিটমহল বিনিময় চুক্তির ব্যাপারে মুখ খুললেন। হাজারো ছিটমহলবাসীর করতালির মধ্যে কথা দিলেন, যত দ্রুত তিনি এ সমস্যার সমাধান করবেন। একইসঙ্গে প্রতিবেশী বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে তার সরকারের অবস্থান পরিষ্কার করে বললেন, শুধু স্থল সীমান্ত চুক্তিই নয়, তিস্তার পানিপ্রবাহসহ আরও অন্যান্য সমস্যা সমাধানে তার সরকার খুবই আন্তরিক। বৃহস্পতিবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা মহকুমার দাকুরহাট মাঠে আয়োজিত এক সরকারী অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী এ কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘ ৬৫ বছর ধরে ঝুলে থাকা ছিটমহল বিনিময় চুক্তির ব্যাপারে আমার সরকারের আর কোন আপত্তি নেই। এ সময় সেখানে উপস্থিত হাজারও ছিটমহলবাসীর সঙ্গে ভারতীয়রাও করতালির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। মুখ্যমন্ত্রী উপস্থিত ছিটবাসীদের উদ্দেশ্য করে বলেন, এই চুক্তি বাস্তবায়নের পর আপনারা (বাংলাদেশী) ছিটমহলবাসীরা বাংলাদেশে ফেরত যেতে চান না ভারতীয় হয়ে থাকতে চান।
×