ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নানা আয়োজনে শেখ মণির জন্মদিন পালন

প্রকাশিত: ০৬:১১, ৫ ডিসেম্বর ২০১৪

নানা আয়োজনে শেখ মণির জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৭৬তম জš§দিন পালন করেছে সংগঠনটি। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে যুবলীগ। কর্মসূচীর মধ্যে ছিল যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে সকালে ধানমন্ডি ৩২ নাম্বারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বনানী কবরস্থানে শেখ ফজলুল হক মণির সমাধিতে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টায় শেখ ফজলুল হক মণির বড় ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি’র বাসভবনে সৌজন্য সাক্ষাত। এছাড়া সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী-যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা, দোয়া ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। সমাজে নারীকে মানুষ হিসেবে প্রতিষ্ঠায় কাজ করতে হবে কফিশপে আলোচনা স্টাফ রিপোর্টার ॥ নারী শুধু নারী নয় একজন মানুষ। মানুষ হিসেবে সমাজে সবার মতো অধিকার ভোগের কথা প্রতিষ্ঠা করতে হবে। তাদের প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। নারীর অধিকার প্রতিষ্ঠায় নারী ও পুরুষ সবাইকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে। সমাজে নারীদের মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে নিরলসভাবে কাজ করতে হবে। তবেই কেবল নারী তার প্রাপ্য মর্যাদা ভোগ করবে। ২৫ নবেম্বর আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ধানম-ির ৭ নং রোডের একটি কফিশপে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) কতৃক যৌথভাবে আয়োজিত এক আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। দিবসটি পালন উপলক্ষে ১৬ দিবসব্যাপী বিশ্বব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানের ৭টি কফি শপে তরুণ-তরুণীদের নিয়ে তাদের মাঝে নারীর সম্মান বৃদ্ধি ও সহিংসতা রোধে পুরুষ ও নারীর করণীয় সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, পুরুষদের উচিত নারীদের তাদের সহযোগী মনে করা। তাদের প্রতি অন্যায় আচরণ না করা। অবহেলার চোখে না দেখা ও নারীর প্রতি সহিংসতা কমাতে সকল পুরুষকে বোঝাতে চেষ্টা করা। পাশাপাশি নারীরা যেন নিজের অধিকার রক্ষায় কাজ করে এ বিষয়ে নারীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
×